Monday, November 17, 2025

কীভাবে টাকা ছিনিয়ে আনতে হয়  আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন অভিষেক: চন্দ্রিমা

Date:

তৃণমূলের রাজভবন অভিযানে কর্মী-সমর্থকদের ঢল নেমেছে। শাসক দলের তরফে দাবি করা হয়েছে ১ লক্ষ মানুষ অভিযানে অংশ নেবেন। এদিনের জমায়েতে সকাল থেকেই হাজির হন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন রবীন্দ্রসদন সংলগ্ন মোহরকুঞ্জের সামনে প্রায় হাজার দশেক তৃণমূল কর্মী সমর্থক অংশ নেন।

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার বলেন, আমরা দিল্লি গিয়েছিলাম বাংলার বঞ্চিত গরিব মানুষের হকের পাওনা আদায়ে। ২ তারিখ রাজঘাটে মহাত্মা গান্ধীকে সম্মান জানিয়ে এবং ৩ তারিখ যন্তর মন্তরে ধর্ণা দিয়েছি। বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা। ১০০ দিনের কাজ করিয়ে পাওনা দেয়নি ২ বছর পেরিয়ে গিয়েছে। আবাস যোজনার টাকা দিচ্ছে না। এই টাকা কারও পৈতৃক সম্পত্তি নয়, মানুষের টাকা। কীভাবে ছিনিয়ে আনতে হয় তা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন। মহাত্মা গান্ধীর নামাঙ্কিত টাকা আটকে রেখেছে। ২ তারিখ আমরা শান্তিপূর্ণ সত্যাগ্রহ আন্দোলন করছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কিন্তু সেখান থেকে হাজার হাজার পুলিশ নামিয়ে আমাদের তুলে দেওয়া হয়।

আমাদের সঙ্গে ৩ তারিখ কৃষি ভবনে কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী দেখা করার কথা ছিল। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়েও দেখা করেননি। এ রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক করার পর পিছনের দরজা দিয়ে পালিয়েছেন।এখন রাজ্যপাল পালিয়ে গেছেন। আসলে রাজ্যপাল ভয় পেয়েছেন। আইন অনুযায়ী ১০০দিনের টাকা দিচ্ছে না। কাজ করিয়ে নিয়েও দিচ্ছে না। তাই আমাদের আজ রাজভবন অভিযান।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version