Saturday, August 23, 2025

পরীক্ষা নিয়ে মানসি.ক চাপ! ম.র্মান্তিক পরিণতি কলকাতার স্কুল ছাত্রের, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

সামনেই পরীক্ষা। সেই পরীক্ষা নিয়েই মানসিক যন্ত্রণায় ভুগছিলেন ছাত্র। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্কুলের সিলেকশন টেস্টে (Selection Test) পাশ করতেই হবে। আর পাশ না করলে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ মিলবে না। তারপর থেকেই বাড়ছিল মানসিক চাপ (Mental Pressure)। আর সেই চাপ সহ্য করতে না পেরেই চরম রাস্তা বেছে নিল কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের (South Point School) দশম শ্রেণীর ছাত্র। মৃতের নাম নিলাদ্রি মান্না। বুধবার রাতে, শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শহরের অভিজাত স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রের! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলেছে মৃত নিলাদ্রির পরিবার। তাঁদের অভিযোগ, সোমবার নীলাদ্রিকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছিল। হাসপাতালের বক্তব্য, পরিবারের অনুরোধেই নীলাদ্রির জ্ঞান আসার পরই তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে ওই ছাত্রের। ফের হাসপাতালে নিয়ে আসা হলে ভর্তি করে নেন চিকিৎসকরা। এরপর বুধবার রাতেই মৃত্যু হয় নীলাদ্রির। এদিকে স্থানীয় সূত্রে খবর, নীলাদ্রির বাবা হোমিওপ্যাথি চিকিৎসক। বাড়ি নাকতলা রোড এলাকায়। নীলাদ্রির পরিবার সূত্রে খবর, সামনের বছর সিবিএসই পরীক্ষা দেওয়ার কথা ছিল নীলাদ্রির। পুজোর পরই সিলেকশন টেস্ট। এই পরীক্ষা পাশ করতে পারলে তবেই স্কুলের একাদশ শ্রেণিতে পড়ার সুযোগ মিলবে। আর তা নিয়েই প্রবল চাপে পড়ে যায় দশম শ্রেণীর ওই ছাত্র। এরপরই উচ্চ রক্তচাপের ওষুধ খেতে থাকে সে।

হাসপাতাল সূত্রে খবর, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ বেশি মাত্রায় খেয়েছিল নীলাদ্রি। কিন্তু কেন সে এত ওষুধ খেল, তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে আত্মহত্যার চেষ্টা করেছিল নীলাদ্রি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত মৃত ছাত্রের পরিবারের তরফে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে ঘটনার তদন্ত শুরু করছে। ইতিমধ্যে, নীলাদ্রির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 

 

 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version