অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৃহস্পতিবার ছিল তৃণমূলের ‘রাজভবন চলো’ কর্মসূচি। অভিষেকের নেতৃ্ত্বে মিছিল করে রাজভবন পৌঁছয় তৃণমূল নেতা-কর্মীরা। কিন্তু রাজ্যপাল রাজভবনে উপস্থিত না থাকায় রাজভবনের কাছেই প্রতিবাদ সমাবেশ করে তৃণমূল।
আমি বিশ্বাস করি , মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিফলন দেখতে পাচ্ছি অভিষেকের মধ্যে। পরপর যেভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাছোড়বান্দা পণ করে এগোচ্ছে, সেই একই ছবি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। এ লড়াই আমাদের জিততে হবে আর এই জেতার মতো পরিস্থিতি বাংলায় আছে । শুধু তাকে বাস্তবায়ন করতে হবে।