Sunday, August 24, 2025

বাংলার বঞ্চিত মানুষের দাবি আদায় বৃহস্পতিবার সারারাত রাজভবনের বাইরে ধর্নামঞ্চে কাটাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সন্ধেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) দেখা না করা পর্যন্ত ধর্নামঞ্চ ছাড়বেন না। এরপর মঞ্চে বসেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রকে তুলোধনা করেন অভিষেক।

বাংলার গরিব মানুষকে ১০০দিনের কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র। এর প্রতিবাদে দিল্লিতে দুদিনে ধর্না কর্মসূচি পালন করেন অভিষেকরা। বুধবার কলকাতায় ফিরে অভিষেকের নেতৃত্বে এদিন মিছিল করে রাজভবনে গেটের সামনে তৃণমূলের নেতাকর্মীরা। সেখানেই তো ধর্নামঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিল্লিতে আমাদের ধমকানো-চমকানো হয়েছে। কিন্তু আমাদের দমানো যায়নি। আমরা সৌজন্য দেখিয়েছি, কিন্তু রাজ্যপালের এই জমিদারি প্রথার বিরুদ্ধে। দিল্লিতে যা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতা, এর জবাব দেবে মানুষ। গায়ের জোরে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। ২০ লক্ষ মানুষ, যাদের দিয়ে কাজ করানো হয়েছে, তাদের প্রাপ্য আটকে। রাজ্যপালের সঙ্গে দেখা হলে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার অনুরোধ করব। কেন বাংলার টাকা আটকে রাখা হয়েছে, তা জানতে চাওয়ার অনুরোধ করব।“ এরপরেই অভিষেক (Abhishek Bandyopadhyay) ঘোষণা করেন রাজ্যপাল না আসা পর্যন্ত তিনি ধর্নামঞ্চেই থাকবেন। সেখান থেকেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিষেক। লেখেন,
“দিল্লিতে আওয়াজ তোলার পর আমরা বিজেপির জমিদারদের কাছে বিচার চাই!
গণতন্ত্রের স্বঘোষিত রক্ষকদের জনগণকে জবাব দিতে আর কতদিন লাগবে?
আর কতদিন জনগণের কাছ থেকে পালাবে?
সময় এগোচ্ছে, অপেক্ষায় বাংলা”

এদিন রাতে ধর্নামঞ্চের কাছে যান অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে ধর্নায় সামিল তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব।

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version