Wednesday, November 12, 2025

অজিদের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে নতুন জার্সিতে টিম ইন্ডিয়া, ভাইরাল ভিডিও

Date:

আজ থেকে শুরু হয়ে গিয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। রবিবার বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। প্রথম ম‍্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচের মহড়ায় রোহিত শর্মা, বিরাট কোহলিদের গায়ে কমলা জার্সি। বৃহস্পতিবার চিপকে ভারতীয় দলের অনুশীলনে ক্রিকেটারদের পরনে বিখ্যাত ডাচ-কমলা জার্সি দেখে অনেকেই চমক গিয়েছেন।

সাম্প্রতিককালে মেন ইন ব্লু-র ম্যাচ-জার্সির মতো ট্রেনিং কিটেও থেকেছে নীল রঙের ছোঁয়া। চার বছর আগে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি কমলা রংয়ের বিশেষ জার্সি পরে খেলেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। তার আগে ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্র্যাকটিস জার্সি ছিল লাল রংয়ের, সঙ্গে কালো শেড। তবে বেশিরভাগ সময় ম্যাচ-জার্সির মতোই মেন ইন ব্লু-র ট্রেনিং জার্সিতেও নীল রংয়ের আধিক্য থেকেছে। এবার সংস্কারবশতই হয়তো কাপ-ভাগ্য ফেরাতে বিরাট, রোহিতদের অনুশীলন কিটে বদল আনা হয়েছে।

বুধবার চেন্নাইয়ে পৌঁছেই অনুশীলনে নেমে পড়েছিলেন বিরাটরা। রবিবার চিপকে ম্যাচ প্যাট কামিন্সদের বিরুদ্ধে। বৃহস্পতিবার পুরো দল চুটিয়ে অনুশীলন করে চিপকের নেটে। দু’টি প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় নেটে বাড়তি সময় ঘাম ঝরাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজারাও নেটে ব্যাটিং-বোলিং করছেন। চলছে বিভিন্ন ফিল্ডিং ড্রিল। নেটে রবিচন্দ্রন অশ্বিনের দিকে সবার নজর। চেন্নাই অশ্বিনের ঘরের মাঠ। স্পিন সহায়ক চিপকে অভিজ্ঞ অফ স্পিনারের খেলার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়া দলে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটার রয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত না নিলে ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে অশ্বিনের প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন। কুলদীপ যাদব ও রবিন্দ্র জাদেজাকে ফ্রন্টলাইন স্পিনার হিসেবেই ধরা হচ্ছে। সেক্ষেত্রে অশ্বিনের সঙ্গে লড়াই মহম্মদ শামির। যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ ম্যানেজমেন্টের প্রথম পছন্দের দুই পেসার। তাই প্রথম ম্যাচে অশ্বিনের জায়গা নিশ্চিত নয় একাদশে।

আরও পড়ুন:বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রায় ফাঁকা স্টেডিয়াম, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version