রাহুল ‘রাবণ’! বিজেপি নেতৃত্বকে সংবিধান শেখালেন ‘রাগী’ প্রিয়াঙ্কা

বিজেপির (BJP) পোস্টার ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দশ মাথার ‘রাবণ’ সাজিয়ে হাত শিবিরের বিদ্রোহের মুখে মোদি সরকার (Modi Government) । ভাইকে এইভাবে দেখে রণং দেহি মেজাজে মোদি-নাড্ডাদের বিরুদ্ধে তোপ দাগলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। কেন্দ্র সরকারের (Central Government) শীর্ষ নেতৃত্বকে সাংবিধানিক পদের শপথের কথা মনে করালেন সোনিয়া কন্যা।

রাহুল গান্ধীকে ‘রাবণ’ সাজিয়ে “ভারত বিপদের মধ্যে আছে” বলে যে পোস্টার ছাড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে রয়েছে, তার পাল্টা জবাব দিতে আসরে নেমেছে যুব কংগ্রেস। তাদের তরফেও মোদিকে নিয়ে পোস্টার বানানো হয়েছে। দলের শীর্ষনেতারা তো বটেই রাজ্যস্তরেও প্রতিবাদ কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আবহে সোনিয়া কন্যার বক্তব্য যেন আগুনে ঘি ঢালার কাজ করল। প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদি এবং জেপি নাড্ডার (JP Nadda) বিরুদ্ধে তোপ দেগে বলেন, “সম্মানীয় নরেন্দ্র মোদি এবং জেপি নাড্ডা, আপনারা আর কতটা নিচে নামবেন। আপনাদের দলের সোশাল মিডিয়া হ্যান্ডেলে যে হিংসাত্মক এবং উসকানিমূলক পোস্ট করা হচ্ছে সেগুলো কি আপনারা সমর্থন করেন? কিছুদিন আগেই তো আপনারা সৌজন্য বজায় রাখার শপথ নিয়েছিলেন। নাকি অন্যান্য প্রতিশ্রুতির মতো সেটাও ভুলে গেলেন।”

যুব কংগ্রেসের তরফে দলের আরেক শীর্ষনেতা কে সি বেণুগোপাল (KC Venugopal) বলেন, “এই ছবির নিন্দা করতে কোনও শব্দই যথেষ্ট নয়। আসলে বিজেপি রাহুলকে খুন করতে চায়, এই পোস্টার থেকেই তাদের উদ্দেশ্য বোঝা যাচ্ছে।” সব মিলিয়ে পোস্টার বিতর্ক ক্রমাগত বড় আকার ধারণ করছে বলেই মত রাজনৈতিক মহলের।