রাজ্যের কাজে সুপ্রিম হস্তক্ষেপ নয়, শীর্ষ আদালতের রায়ে ধা.ক্কা মোদির

লোকসভা নির্বাচনের আগে এই জাতিগত জনগণনা ই.স্যুতে হাতিয়ার করে ভোটের ফায়দা তুলতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি।

রাজ্য সরকারের (Bihar Government) কাজে সুপ্রিম কোর্ট (Supreme court)কোনরকম হস্তক্ষেপ করতে পারে না- দেশের শীর্ষ আদালতের এই রায় ঘোষণার পর স্বস্তিতে বিহার সরকার (Government of Bihar)।জাতিগত জনগণনা নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) এই রায় দিয়েছেন বিচারপতি। যদিও এর পাশাপাশি বিহার সরকারকে স্পষ্ট নোটিশ দিয়ে বলা হয়েছে যে আগামী বছরের গোড়াতে ফের বিহারের জাতিগত জনগণনা নিয়ে শুনানি হবে।

বিহারের জাতিগত জনগণনাকে ভালো চোখে দেখেনি কেন্দ্রের বিজেপি সরকার। এটাকে দেশভাগের চেষ্টা বলে অভিহিত করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।বিহারের জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশে অনুমতি দিয়েছিল পাটনা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত জানিয়ে দেয় রাজ্য সরকারের কোনও কাজে সুপ্রিম কোর্ট এভাবে হস্তক্ষেপ করবে না। তাই জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশে কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। তবে আগামী চার সপ্তাহের মধ্যে এই গণনা সংক্রান্ত তথ্যের রিপোর্ট জমা দিতে হবে বিহার সরকারকে। লোকসভা নির্বাচনের আগে এই জাতিগত জনগণনা ইস্যুতে হাতিয়ার করে ভোটের ফায়দা তুলতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর স্বস্তিতে নীতিশ কুমারের (Nitish Kumar) সরকার। রাজনৈতিক মহল মনে করছে এই সিদ্ধান্ত নরেন্দ্র মোদি সরকারের কাছে বেশ বড়সড়ো একটা ধাক্কা বটে। যদিও এই নিয়ে বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি।