Friday, August 22, 2025

দেশের ভবিষ্যৎ নেতা অভিষেক: প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে বললেন রাজ্যপাল

Date:

Share post:

“অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের ভবিষ্যৎ নেতা।” শনিবার দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সাক্ষাৎ সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেটাই জানালেন প্রতিনিধি দলের সদস্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, রাজ্যের দাবি যে ন্যায্য সেটাও এদিন মেনে নিয়েছেন রাজ্যপাল।

দীর্ঘ টানাপোড়েনের পর শনিবার দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূলের এই ৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যপাল সাক্ষাৎ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণবাবু বলেন, “রাজ্যপালকে আমরা বলেছি আমরা সৌজন্য সাক্ষাতে এসেছি। রাজ্যের ২১ লক্ষ মানুষ ১০০ দিনের কাজ করে টাকা পাননি। আমাদের মূল প্রতিনিধিদল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় রয়েছে। ৩০ জনের সেই দলে রয়েছেন ভুক্তভোগীরাও। তারা আপনার সঙ্গে দেখা করে তাদের দাবি দাওয়া জানাতে চায়। সঙ্গে ৫০ লক্ষ চিঠি আপনার হাতে তুলে দিতে চায় তারা।”

রাজ্যের প্রতিনিধিদের বক্তব্য শোনার পর রাজ্যপাল তৃণমূল নেতৃত্বকে জানান, তিনি খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরবেন ও তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। তিনি এও জানিয়েছেন, রাজ্যের দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁদের ব্যখ্যায় তিনি সন্তুষ্ট। এব্যাপারে কেন্দ্রকে প্রয়োজনীয় দরবারও করবেন তিনি। তবে বকেয়া পরিশোধের মধ্যে রাজনৈতিক কোনও বাধা থাকলে তিনি নিরুপায়। এর পাশাপাশি ১০০ দিনের বকেয়া আদায়ে আন্দোলনরত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী রাজ্যপাল বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল। তাঁকে আগামীর নেতা বলে উল্লেখ করেছেন।”

spot_img

Related articles

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...