Tuesday, November 11, 2025

দেশের ভবিষ্যৎ নেতা অভিষেক: প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে বললেন রাজ্যপাল

Date:

Share post:

“অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের ভবিষ্যৎ নেতা।” শনিবার দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সাক্ষাৎ সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেটাই জানালেন প্রতিনিধি দলের সদস্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, রাজ্যের দাবি যে ন্যায্য সেটাও এদিন মেনে নিয়েছেন রাজ্যপাল।

দীর্ঘ টানাপোড়েনের পর শনিবার দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূলের এই ৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যপাল সাক্ষাৎ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণবাবু বলেন, “রাজ্যপালকে আমরা বলেছি আমরা সৌজন্য সাক্ষাতে এসেছি। রাজ্যের ২১ লক্ষ মানুষ ১০০ দিনের কাজ করে টাকা পাননি। আমাদের মূল প্রতিনিধিদল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় রয়েছে। ৩০ জনের সেই দলে রয়েছেন ভুক্তভোগীরাও। তারা আপনার সঙ্গে দেখা করে তাদের দাবি দাওয়া জানাতে চায়। সঙ্গে ৫০ লক্ষ চিঠি আপনার হাতে তুলে দিতে চায় তারা।”

রাজ্যের প্রতিনিধিদের বক্তব্য শোনার পর রাজ্যপাল তৃণমূল নেতৃত্বকে জানান, তিনি খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরবেন ও তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। তিনি এও জানিয়েছেন, রাজ্যের দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁদের ব্যখ্যায় তিনি সন্তুষ্ট। এব্যাপারে কেন্দ্রকে প্রয়োজনীয় দরবারও করবেন তিনি। তবে বকেয়া পরিশোধের মধ্যে রাজনৈতিক কোনও বাধা থাকলে তিনি নিরুপায়। এর পাশাপাশি ১০০ দিনের বকেয়া আদায়ে আন্দোলনরত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী রাজ্যপাল বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল। তাঁকে আগামীর নেতা বলে উল্লেখ করেছেন।”

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...