Thursday, December 18, 2025

দেশের ভবিষ্যৎ নেতা অভিষেক: প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে বললেন রাজ্যপাল

Date:

Share post:

“অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের ভবিষ্যৎ নেতা।” শনিবার দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সাক্ষাৎ সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেটাই জানালেন প্রতিনিধি দলের সদস্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, রাজ্যের দাবি যে ন্যায্য সেটাও এদিন মেনে নিয়েছেন রাজ্যপাল।

দীর্ঘ টানাপোড়েনের পর শনিবার দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূলের এই ৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যপাল সাক্ষাৎ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণবাবু বলেন, “রাজ্যপালকে আমরা বলেছি আমরা সৌজন্য সাক্ষাতে এসেছি। রাজ্যের ২১ লক্ষ মানুষ ১০০ দিনের কাজ করে টাকা পাননি। আমাদের মূল প্রতিনিধিদল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় রয়েছে। ৩০ জনের সেই দলে রয়েছেন ভুক্তভোগীরাও। তারা আপনার সঙ্গে দেখা করে তাদের দাবি দাওয়া জানাতে চায়। সঙ্গে ৫০ লক্ষ চিঠি আপনার হাতে তুলে দিতে চায় তারা।”

রাজ্যের প্রতিনিধিদের বক্তব্য শোনার পর রাজ্যপাল তৃণমূল নেতৃত্বকে জানান, তিনি খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরবেন ও তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। তিনি এও জানিয়েছেন, রাজ্যের দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁদের ব্যখ্যায় তিনি সন্তুষ্ট। এব্যাপারে কেন্দ্রকে প্রয়োজনীয় দরবারও করবেন তিনি। তবে বকেয়া পরিশোধের মধ্যে রাজনৈতিক কোনও বাধা থাকলে তিনি নিরুপায়। এর পাশাপাশি ১০০ দিনের বকেয়া আদায়ে আন্দোলনরত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী রাজ্যপাল বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল। তাঁকে আগামীর নেতা বলে উল্লেখ করেছেন।”

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...