Tuesday, November 11, 2025

Telengana: বিজেপিতে যোগ দিলেন বে.আইনি জু.য়া ক্লাব চালানোয় অ.ভিযুক্ত চিকোটি প্রবীণ

Date:

দুর্নীতিগ্রস্ত, অপরাধীরাই বিজেপির(BJP) অন্যতম সম্পদ। ফের একবার তা প্রমাণিত হল দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায়। চলতি বছর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার বিজেপিতে যোগ দিলেন বেআইনি জুয়া ক্লাব চালানোয় অভিযুক্ত চিকোটি প্রবীণ। বরকতপুরায় বিজেপি হায়দ্রাবাদ ইউনিট অফিসে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ডি কে অরুণার উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি।

আনুষ্ঠানিকভাবে গেরুয়া উত্তীরিও দিয়ে প্রবীণকে দলে অন্তর্ভুক্ত করেন ডিকে অরুণা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানা বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। বিজেপি যোগের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রবীন বলেন, বিজেপিতে আমার যোগদান নিজের ঘরে ফেরার। তাঁর কথায়, “যদিও আমি অতীতে বিজেপির সদস্য ছিলাম না, তবে আমি দীর্ঘদিন ধরে দলের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম। এটি হারানো শিশুর বাড়িতে ফিরে আসার মতো।”

 

প্রবীণ আরও বলেন, সেপ্টেম্বরেই তার বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তার এবং রাজ্য বিজেপি নেতাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝির জন্য সেটা সম্ভব হয়নি। তিনি বলেন,  “এখন আমি পার্টিতে যোগ দিয়েছি, আমি খুশি। বিজেপি সুশৃঙ্খল একটি দল এবং আমি শৃঙ্খলাবদ্ধ সৈনিকের মতো দলের জন্য কাজ করব।” উল্লেখ্য, ভারতে এবং বিদেশে বেআইনি জুয়ার ক্লাব এবং ক্যাসিনো চালানোর অভিযোগে মামলা চলছে প্রবীণের বিরুদ্ধে।  গত ১২ সেপ্টেম্বর তিনি তার অনুগামী ও সমর্থকদের একটি বিশাল মিছিল নিয়ে বিজেপির রাজ্য সদর দফতরে গিয়েছিলেন, কিন্তু যখন তিনি পৌঁছান সেখানে, পার্টির রাজ্য সভাপতি জি কিষাণ রেড্ডি সহ অন্য নেতারা যাঁরা তাঁকে দলে স্বাগত জানানোর কথা ছিল, কেউ উপস্থিত ছিলেন না ৷ তেলেঙ্গানা বিজেপির একজন নেতা বলেছেন যে বেশ কয়েকজন বিজেপি নেতা তেলেঙ্গানার দলের নির্বাচনী ইনচার্জ প্রকাশ জাভড়েকরের কাছে অভিযোগ করেছিলেন যে প্রবীনের দলে যোগদান দলকে বিড়ম্বনে ফেলবে। যদিও শেষ পর্যন্ত তাকে দলে নিয়েই নিল গেরুয়া শিবির।

আরও পড়ুন- বঞ্চিত.দের পাশে থাকার বার্তা, অবস্থান মঞ্চ থেকে বিজেপিকে তু.লোধনা শতাব্দীর

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version