Wednesday, January 14, 2026

মোদিকে খুনের হুমকি, নিরাপত্তা আরও কঠোর দেশের প্রধানমন্ত্রীর

Date:

Share post:

গ‌্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে অবিলম্বে মুক্তি ও ৫০০ কোটি টাকা দিতে হবে। না হলে খুন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendr Modi)। এমনই উড়ো ইমেল এলো জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে। একইসঙ্গে হুমকি দেওয়া হয়েছে গুজরাটের(Gujrat) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামও বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হবে। এই ঘটনার জেরে নিরাপত্তা কঠোর করা হল দেশের প্রধানমন্ত্রীর। পাশাপাশি সতর্ক করা হয়েছে নিরাপত্তা এজেন্সিগুলিকে।

জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে যে উড়ো ই-মেল এসেছে সেখানে বলা হয়েছে, “ভারতে সব কিছুই বিক্রি হয় তাই আমরাও কিছু জিনিস কিনতে চাইছি। তোমাদের সরকারের কাছ থেকে পাঁচশো কোটি এবং লরেন্স বিষ্ণোই চাই। না হলে নরেন্দ্র মোদিকেও উড়িয়ে দেওয়া হবে, মোদি স্টেডিয়ামও উড়িয়ে দেওয়া হবে।” যোগাযোগ করতে হলে ই-মেলের মাধ‌্যমেই যোগাযোগ করার কথা বলা হয়েছে। তবে এই ই মেলে প্রেরকের কথা না বলা থাকলেও মনে করা হচ্ছে বিষ্ণোইয়ের অনুগামীর তরফেই পাঠানো হয়েছে এই ই-মেল।

এদিকে ন‌্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে এই ই-মেল পাওয়ার পরেই সতর্ক করা হয়েছে মুম্বই পুলিশকে। নিরাপত্তা কঠোর করা হয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের নিরাপত্তা। যেখানে ক্রিকেট বিশ্বকাপের পাঁচটি খেলা হতে চলেছে। যদিও হুমকি মেলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তবে সতর্কতা বাড়ানো হয়েছে সব স্টেডিয়ামেরই। অন‌্যদিকে, পুলিশের তরফে চেষ্টা চালানো হচ্ছে ই-মেলটি কোথা থেকে এসেছে তার উৎস খুঁজে বের করার। বৃহস্পতিবার মুম্বই পুলিশের কাছে এনআইএ-র তরফে সতর্ক থাকার বার্তা দিয়ে হুমকি ই’মেলটির বিষয়ে জানানো হয়েছে।

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...