Monday, August 25, 2025

এখন থেকে আর মাত্র এক সপ্তাহের মাথায় মহালয়া তিথি অর্থাৎ পিতৃপক্ষের অবসান। আর ঠিক তার পরের দিন থেকেই দেবীপক্ষে সূচনা। শনিবারের আকাশ শারদীয়ার আগমনের ইঙ্গিতকে আর বেশি করে স্পষ্ট করে তুলেছে। উইকেন্ডে বাজারে যে হারে মানুষের ভিড় তাতে এটা পরিষ্কার যে পুজোর কেনাকাটা একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। বৃষ্টি মাঝে কিছুটা ব্যাঘাত ঘটালেও এবার পুজোয় (Durga Puja) প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত চুটিয়ে ঠাকুর দেখা আর প্যান্ডেল হপিং এর প্ল্যানিং হয়ে গেছে তরুণ প্রজন্মের। তবে উত্তর থেকে দক্ষিণ বা টালা থেকে টালিগঞ্জ পুজোর সফর করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন হয় তাহলে কোথায় কোথায় মেট্রো স্টেশন (Metro Station) রয়েছে সেটা জেনে নেওয়া। কিন্তু পুজোতে মেট্রো (Kolkata Metro)কি সত্যিই কোন বিশেষ পরিষেবা দেবে নাকি অন্যান্য চারপাশটা দিনের মতোই নির্দিষ্ট সময় মেনে চলবে মেট্রো, তা এখনই জেনে নিন।

ঢাকে কাঠি পড়ার আগেই পঞ্চমী থেকে দশমীর জন্য কলকাতা মেট্রো পরিষেবার নয়া সূচি প্রকাশিত হল। যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী অর্থাৎ আগামী ১৯ অক্টোবর এবং ষষ্ঠী অর্থাৎ ২০ অক্টোবর কলকাতায় ১৪৪টি আপ ও ১৪৪ টি ডাউন মেট্রো চলবে। সকাল ৬.৫০ মিনিট থেকে পরিষেবা শুরু হবে যা চলবে মধ্যরাত পর্যন্ত। যাত্রীদের সুবিধার্থে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ১২৪ টি আপ এবং ১২৪ টি ডাউন ট্রেন চলবে দেবে। এই দিনগুলোতে বেলা ১২:৫৫ মিনিট থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত অর্থাৎ সারারাত ধরে চলবে মেট্রো। প্রতি ৬ থেকে ৭ মিনিটের অন্তরে মেট্রো পাওয়া যাবে। দশমীর দিন ১৩২ টি মেট্রো চালানো হবে বলে জানিয়েছেন কলকাতা মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত চলবে ২৩৪ টি মেট্রো।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version