Monday, November 3, 2025

খোঁজ মিলল বলিউড অভিনেত্রীর! ইজরায়েল থেকে ভারতে ফিরলেন বি.ধ্বস্ত নুসরত

Date:

অবশেষে ভারতে ফিরলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচার (Nushrat Bharucha)। ৩৯ তম হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য সম্প্রতি ইজরায়েল (Israel) গিয়েছিলেন এই অভিনেত্রী। তাঁর ছবি ‘আকেলি’ এই চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছিল। কিন্তু ইজরায়েলে গিয়ে বড় বিপদের মুখোমুখি হন নায়িকা। আচমকাই প্যালেস্টাইনের গাজা স্ট্রিপে পাল্টা হামলা শুরু করেছে প্যালেস্তিনীয় জঙ্গিগোষ্ঠী হামাস। পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলি সেনাও। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই যুদ্ধে গত ২৪ ঘণ্টায় সাধারণ মানুষ, সেনা এবং জঙ্গি-সহ হাজার জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ হাজার ৬১০ জন। তবে আচমকা এই হামলার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অভিনেত্রীর সঙ্গে। কিন্তু শেষমেশ রবিবার বিকেলেই সুস্থ অবস্থায় মুম্বাই (Mumbai) ফিরলেন নুসরত।

এদিন মুম্বাই বিমানবন্দরে পৌঁছনোর পর অভিনেত্রীকে বেশ হতাশাগ্রস্ত লাগছিল। তবে ভারতে ফেরার পর সাংবাদিকরা অভিনেত্রীকে কিছু জিজ্ঞেস করার আগেই নুসরত জানান, আমার কিছুটা সময় দরকার। শনিবার থেকে টিম বা পরিবারের কেউই খোঁজ পাচ্ছিলেন না অভিনেত্রীর। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর শেষমেশ জানা যায়, একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নেন অভিনেত্রী। তবে যুদ্ধবিধস্ত ইজরায়েল থেকে অভিনেত্রী দেশে ফেরায় স্বস্তিতে অনুরাগী ও নুসরতের পরিবার। নুসরতের টিমের তরফে বলা হয়েছে, অভিনেত্রী ভারতে ফেরার একটি ফ্লাইটে উঠতে পেরেছিলেন। নুসরতের সঙ্গে যোগাযোগ করে এবং দূতাবাসের সহায়তায় তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সরাসরি ফ্লাইট না পাওয়ার কারণে একটি সংযোগকারী ফ্লাইটে মুম্বাই ফেরেন তিনি। বর্তমানে তিনি একদম সুস্থ আছেন।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা। ইজরায়েলের মাটিতে বন্যার জলের মতো আছড়ে পড়তে শুরু করে ক্ষেপণাস্ত্র। ২০ মিনিটে প্রায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাস জঙ্গিরা। আচমকা এই হামলায় প্রথম দিকে একটু দিশাহারা হয়ে পড়লেও তৎপরতার সঙ্গে জঙ্গিদের পাল্টা জবাব দেওয়া শুরু করে ইজরায়েলি সেনা। আর এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ইজরায়েলে ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে আটকে পড়েছিলেন বলি অভিনেত্রী।

টিম বা পরিবারের কেউই খোঁজ পাচ্ছিলেন না অভিনেত্রীর। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর শেষমেশ জানা যায়, একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছেন অভিনেত্রী। সেখানে বর্তমানে সুরক্ষিত রয়েছেন তিনি। তবে যুদ্ধবিধস্ত ইজরায়েল থেকে অভিনেত্রীকে ইতিমধ্যে দেশে ফেরানোর ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। নুসরতের টিমের তরফে বলা হয়েছে, আমরা অবশেষে নুসরতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। দূতাবাসের সহায়তায় ওকে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। বর্তমানে তিনি একদম সুস্থ আছেন এবং নিরাপদে ভারতে ফিরছেন। তবে নুসরতের টিম আরও জানিয়েছে, ইতিমধ্যে বিমানবন্দরে পৌঁছেছেন অভিনেত্রী। কিন্তু বিমানবন্দরে বিশৃঙ্খলার কারণে এখনও বিমানে উঠতে পারেননি তিনি। তবে খুব শীঘ্রই ভারতে ফেরার বিমান ধরবেন বলিউড অভিনেত্রী।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা। ইজরায়েলের মাটিতে বন্যার জলের মতো আছড়ে পড়তে শুরু করে ক্ষেপণাস্ত্র। ২০ মিনিটে প্রায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাস জঙ্গিরা। আচমকা এই হামলায় প্রথম দিকে একটু দিশাহারা হয়ে পড়লেও তৎপরতার সঙ্গে জঙ্গিদের পাল্টা জবাব দেওয়া শুরু করে ইজরায়েলি সেনা। আর এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ইজরায়েলে ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে আটকে পড়েছিলেন বলি অভিনেত্রী।

 

 

 

 

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...
Exit mobile version