Monday, August 25, 2025

১৪৪ ধারা সত্ত্বেও রাজভবনের সামনে ধ.র্না কেন? নবান্নকে চিঠি রাজভবনের, ধুয়ে দিলেন কুণাল

Date:

১৪৪ ধারা সত্ত্বেও রাজভবনের সামনে তৃণমূলের ধর্নামঞ্চ কেন? প্রশ্ন তুলে এবার নবান্নকে (Nabanna) চিঠি লিখল রাজভবন। সূত্রের খবর, রাজভবনের তরফে মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে। দুদিন আগেই এই প্রশ্ন তোলেন বিজেপি (BJP) নেতৃত্ব। তারই প্রতিধ্বনি রাজভবনে। এর পাল্টা ধুয়ে দিলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাল্টা খোঁচা দিয়ে তিনি বলেন, বিজেপি যখন রাজভবন চত্বরে ৭২জন বিধায়ক নিয়ে মিছিল করে তখন ১৪৪ ধারা লঙ্ঘন হয় না!

অভিষেকের ধর্না শুরু পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ”রাজভবনের ১৫০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকার কথা। কিন্তু তৃণমূল সেখানে ধর্নাও করছে।” একই কথা শনিবার, সাংবাদিক বৈঠকে বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরেই রাজভবনের তরফে মুখ্যসচিবকে চিঠি লেখার প্রক্রিয়া শুরু হয়। অতীতেও দেখা গিয়েছে, বিজেপি সুরে সুর মিলিয়ে রাজ্যপাল তথা রাজভবন মন্তব্য করছে। এই বিষয়েও তার ব্যতিক্রম হল না।

এই বিষয়টি তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, রাজ্যের বকেয়া আদায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচি হিট। আর তা দেখে বিজেপির গাত্রদাহ। সেই কারণে বিজেপি নেতারা এই সব অভিযোগ করছেন। আর রাজভবনও সেই তালে তাল দিচ্ছে। অথচ বিজেপি যখন তাদের ৭২জন এমএলএ নিয়ে রাজভবন চত্বরে মিছিল করে, তখন ১৪৪ ধারার কথা মনে থাকে না! তীব্র কটাক্ষ করেন কুণাল।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version