Friday, August 22, 2025

‘টাইগার আভি জিন্দা হ্যায়’, ধর্না মঞ্চে স্ব-মেজাজে মদন মিত্র

Date:

১০০ দিনের টাকা আদায়ের দাবি চলতি মাসের শুরুতেই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তৃণমূল৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনের সঙ্গে কৃষি ভবনে সাক্ষাৎ করতে গিয়েও অবশ্য দেখা মেলেনি৷ সেই কারণে, কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে রাজ্যপালের হাতে ৫০ লক্ষ জব কার্ড হোল্ডারের চিঠি তুলে দিতে চায় তৃণমূল৷ এ নিয়ে অভিষেকের নেতৃত্বে রাজভবন চলো অভিযানও হয়৷ কিন্তু ওই দিনই উত্তরবঙ্গ ও দিল্লি সফরে বেরিয়ে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷

রবিবার ধর্না মঞ্চে বিকেলে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। সিবিআইকে কটাক্ষ করে মদন মিত্র বলেন, টাইগার আভি জিন্দা হ্যায়। অভিষেকের আন্দেলনে ভরসা রাখতে হবে।বিজেপির চিতা তুলবই।কে কী বলল, কান দেবেন না।যতক্ষণ না রাজভবনে আমরা প্রবেশ না করতে পারি, ততক্ষণ এই আন্দোলন চলবে।  জানালেন, তাঁর বাড়ি থেকে কিছু পায়নি সিবিআই। কিছু যে মেলেনি, তদন্তে সহযোগিতা পেয়েছেন, তা লিখেও দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

এদিন ধর্না মঞ্চ থেকে মদন বলেন, সিবিআই লিখে দিয়েছে কোনও কিছুই সিজ হয়নি। পূর্ণ সহযোগিতা করেছি। শীল (অয়ন) আর ঝিল দেখে যদি আসে আমার কিছু করার নেই। মদন মিত্র বুকের পাটা ফুলিয়ে বলছি, ছেলে মেয়ের চাকরির জন্য আজীবন লড়াই করব। তবে দুর্নীতি যদি প্রমাণিত হয়, নিজে গলায় দড়ি দিয়ে ঝুলে যাব।

মদনের কটাক্ষ,  সিবিআই আমাকে ভালোবাসে। জানে এখানে আসলে অনেক ক্যামেরা আসবে । মোদি যা রাহা হ্যাঁ, ইন্ডিয়া আ রাহা হ্যাঁ। যতবার আসবে ততবার উত্তর দেব। সহযোগিতা করব। তবে তারপর তাদেরও উত্তর দিতে হবে, মদন মিত্রের মতো সাচ্ছা নেতা আর নেই।

 

Related articles

হাতে হাত মিলিয়ে কাজ করুন: বাঁকুড়া-বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের

ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বাঁকুড়া...

স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ...

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...
Exit mobile version