Monday, November 10, 2025

জেলা থেকে দলে দলে কর্মী সমর্থক, অভিষেকের ধ.র্নায় ৫ দিনে জনজোয়ার

Date:

Share post:

কার্যত “জেদি” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপের কাছে নতিস্বীকার। অবশেষে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করতেই হল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। ১০০দিনের কাজ করে টাকা না পাওয়া ও আবাস যোজনায় বঞ্চিদের পক্ষে সওয়াল করে রাজভবনের সামনে ভুক্তভোগীদের নিয়ে ধর্ণায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, রাজ্যপাল রাজভবনে এসে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত এই ধর্ণা চলবে।

প্রত্যাশিতভাবেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর পাঁচদিনের ধর্না কর্মসূচিতে ইতি টানলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে আন্দোলন যে এখানেই শেষ হচ্ছে না, ফের সেটা স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।রাজ্যপালের ‘সৌজন্য’র প্রশংসার পাশাপাশি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের উদ্দেশে অভিষেকের হুঁশিয়ারি, “২ মাস পর ৫০ হাজার লোক যাবে দিল্লিতে। পারলে আটকে দেখিও। ট্রেলারটা দেখালাম। পিকচার আভি বাকি হ্যায়!”

অনেক আগেই জননেতার তকমা পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বয়সে যা দেশের মানচিত্রে বিরল। পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার কর্মসূচি অভিষেককে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। অদম্য জেদ ও হার না মানা মানসিকতাকে সামনে রেখে অক্টোবরে দিল্লি থেকে কলকাতার বুকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যে শান্তিপূর্ণ আন্দোলন সংঘটিত করলেন অভিষেক তা এককথায় অভূতপূর্ব।

গত, ৫ অক্টোবর থেকে একটানা পাঁচদিন রাজভবনের উত্তর গেটের সামনের রাস্তায় বসে ধর্ণা দিলেন অভিষেক। রাজ্যপাল দাবি মানার পরই সেই ধর্ণায় ইতি টানলেন। প্রথমদিন রবীন্দ্র সদন থেকে রাজভবন পর্যন্ত যে মিছিল করেছিলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে তৃণমূলেরই একুশে জুলাই বাদ দিলে এমন জনজোয়ার কেউ দেখেছেন বলে মনে করতে পারছেন না। তাও মাত্র ২৪ ঘন্টার নোটিশে। সেইদিন থেকে আজ ধর্ণা শেষ হওয়া পর্যন্ত রাজভবনের সামনে হাজার হাজার মানুষের ভিড়। অভিষেক আবেগের কক্ষপথে আবর্তিত হয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ, কলকাতা থেকে জঙ্গলমহল দলে দলে কর্মী-সমর্থকরা যোগ দিয়েছিলেন। স্বতঃস্ফূর্তভাবে মানুষ যোগদান করেছেন। তাঁদের মধ্যে যে সকলেই তৃণমূল ছিলেন এমনটাও নয়। অফিস ফেরত থেকে পথ চলতি সাধারণ মানুষ, ছাত্রযুব সকলের যোগদান ছিল দেখার মতো। সবমিলিয়ে পাঁচদিন জনজোয়ারে ভাসতে ভাসতে ধর্ণা কর্মসূচি শেষ করলেন অভিষেক।

আরও পড়ুন- এখনও স্পষ্ট নয়! বকেয়া আদমশুমারি নিয়ে অনীহা কেন্দ্রের

spot_img

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...