ফের মুর্শিদাবাদে ডে.ঙ্গির থা.বা! ম.র্মান্তিক পরিণতি প্রৌঢ়ার

তার মেয়ে সান্ত্বনা মণ্ডল বলেন, বিগত কয়েকদিন ধরে মায়ের জ্বর থাকায় তাঁকে প্রথমে মহিশাইল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে রক্ত পরীক্ষার পর জানা যায় মায়ের ডেঙ্গি হয়েছে।

ফের মুর্শিদাবাদে (Murshidabad) ডেঙ্গির (Dengue) বলি এক প্রৌঢ়া। হাসপাতাল সূত্রে খবর, গত কয়েকদিন ধরে প্রবল জ্বরে ভুগছিলেন মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত দফাহাট গ্রামের বাসিন্দা বছর পঞ্চাশের আরতি সাহা (Arati Saha)। বাড়িতে রেখে দীর্ঘ চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় আরতি সাহাকে স্থানীয় মহিশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। কিন্তু হাসপাতালে গেলে অবস্থার আরও অবনতি হতে থাকে প্রৌঢ়ার। এরপরই রবিবার সকালে আরতি সাহাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই গভীর রাতে মৃত্যু হয় আরতি দেবীর।

মৃতার মেয়ে সান্ত্বনা মণ্ডল বলেন, বিগত কয়েকদিন ধরে মায়ের জ্বর থাকায় তাঁকে প্রথমে মহিশাইল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে রক্ত পরীক্ষার পর জানা যায় মায়ের ডেঙ্গি হয়েছে। রবিবার সকাল থেকে আচমকা মায়ের বমি শুরু হওয়ায় চিকিৎসকরা তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন। এরপর সেখানেই রবিবার গভীর রাতে মায়ের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে মুর্শিদাবাদের বড়ঞা থানার নিমাগ্রামের এক যুবকও ডেঙ্গি আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। পাশাপাশি এর আগেও সুতির দুই বাসিন্দার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

 

 

 

Previous article৫০০ বছরে উদ্ধার রাম জন্মভূমি, এবার ‘সিন্ধ’ ফেরানোর সুর যোগীর গলায়
Next articleরাজ্যের বকেয়ার দাবিতে অভিষেকের নেতৃত্বে রাজভবনে ৩০ জন প্রতিনিধি