Saturday, May 17, 2025

আরজি করের অধ্যক্ষ পদে ফের সন্দীপ, রোগী কল্যাণ সমিতির দায়িত্বে সুদীপ্ত

Date:

ফের আরজিকর মেডিক্যাল কলেজের (R G Kar Medical College) অধ্যক্ষ পদে ফেরানো হল সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। রদবদল হয়েছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদেও। ডা: শান্তনু সেনের (Shantanu Sen) জায়গায় সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে ডা: সুদীপ্ত রায়কে (Sudipto Ray)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বিদেশ‌ সফরে যাওয়ার আগেই অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলি নির্দেশিকা জারি হয়। সেই পদে আনা হয় বারাসাত মেডিক্যাল কলেজের মানস বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সন্দীপ ঘোষের বদলির বিরোধিতা করে বিক্ষোভ দেখান সন্দীপ-অনুগামীরা। এমনকী, নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় কার্যালয়ে ঢুকতে বাধা পান। বিদেশ সফরে থাকাকালীনই এই টানাপোড়েনের কথা কানে যায় মুখ্যমন্ত্রীর। তিনি ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বিষয়টি মিটিয়ে নিতে বলেন। ডা: শান্তনু সেন, ডা: সুদীপ্ত রায় বারবার আরজি করে যান। অবশেষে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কিন্তু সোমবার হঠাৎই একটি নির্দেশিকা জারি করে স্বাস্থ্যভবন জানায়, আরজি করের (R G Kar Medical College) অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষকেই ফেরানো হচ্ছে। মানস বন্দ্যোপাধ্যায় ফিরে গেলেন পুরনো জায়গা বারাসত মেডিক্যাল কলেজে।

এর পাশাপাশি বদল হয়েছে আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদেও। শান্তনু সেনের জায়গায় নতুন চেয়ারম্যান হয়েছেন বর্ষীয়ান চিকিৎসক সুদীপ্ত রায়।

Related articles

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে ক্ষুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে ক্ষুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...

সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা! রাজ্যে তৃণমূলের টানা দু’দিনের শহিদতর্পণ কর্মসূচি

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে শনিবার দেশের সেনা জওয়ানদের প্রতি সম্মান এবং শহিদতর্পণ কর্মসূচিতে নামল তৃণমূল কংগ্রেস। কলকাতা-সহ...
Exit mobile version