Saturday, May 17, 2025

রাজ্যের বকেয়ার দাবিতে পঞ্চম দিনে পড়ল তৃণমূলের ধর্না কর্মসূচি। শেষ পর্যন্ত অভিষেকের দাবি মেনে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ রাজভবনে অভিষেক সহ তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে কথা  বলেন। ২০ মিনিটের বৈঠক শেষে রাজ্যপাল জানিয়েছেন যে ২৪ ঘণ্টার মধ্যে তিনি কেন্দ্রকে বিষয়টি নিয়ে কথা বলবেন।ধর্ণা মুলতুবি রাখার আর্জি জানিয়েছেন তৃণমূলের বর্ষীয়ান তিন নেতা।

এদিন  সাংসদ  সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় একসপ্তাহ ধরে অভূতপূর্ব একটি ধর্ণা।রাজ্যপাল যা বলেছেন, অভিষেক যা দাবি করেছে সব অভিষেক বলবেন। আমাদের প্রাণ ভরা আশীর্বাদ তোমার সঙ্গে। আবার আন্দোলন হবে। আমাদের দুটো প্রশ্ন আছে। এত অভূতপূর্ব ভাষায় এত কমান্ডিং ভাষায় এত সুন্দর করে বলেছেন সেটা দারুণ।আজ এখানেই শেষ বলে ঘোষণা করা হোক। আবার আমরা আসব সামনে। মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন

তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজনীতিতে কৌশল বড় কথা। সেই কৌশলের প্যাঁচে আইনের প্যাঁচে যেভাবে তুলে ধরেছে অভিষেক যে, কাজ করেছি টাকা দাও। অভিষেক যা বলেছে সেটা ঠিক। দিল্লির কাছে সবটা তুলে ধরেছে।

এদিন সাংসদ সৌগত রায় বলেন, আমাদের যন্তর মন্তরে আন্দোলনের পর কৃষিভবন থেকে বের করে দেয়। হাজার হাজার মানুষ অংশ নেয়। অভিষেক বলেছিল রাজ্যপাল দেখা না করলে আমরা আন্দোলন চালিয়ে যাব। রাজ্যপালের সঙ্গে কী কথা হয়েছে অভিষেক বলবে। ও গত ৫ তারিখ থেকে ধর্নায়। একবারও বাড়ি যায়নি। অভিষেকের প্রতি আমাদের সমর্থন আশীর্বাদ আছে। তুমি এই ধরনা তুলে নাও। রাজ্যপাল কিছুদিন সময় চেয়েছে। আমি এই বয়সেও তুমি যা বলবে শুনব। আবার আন্দোলন করব। মমতা বন্দ্যোপাধ্যায় ও বলেছেন আপাতত এই ধরনা মুলতবি রাখতে।

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...
Exit mobile version