Sunday, May 18, 2025

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা: ৪ মাস পরও দাবিহীন ২৮ দেহ সৎকারের সিদ্ধান্ত

Date:

২রা জুন ২০২৩, ওড়িশায়(Odisha) মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায়(Train Accedent) শিউরে উঠেছিল গোটা দেশ। করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ সেই দুর্ঘটনা প্রাণ কেড়েছিল ২৯৬জন যাত্রীর। আহত হয়েছিলেন ১১০০ জন। দুর্ঘটনার পর ৪ মাস পেরিয়ে গেলেও এখনও দাবিহীনভাবে পড়ে রয়েছে ২৮ টি মৃতদেহ। ভুবনেশ্বর পুরসভার তরফে জানানো হয়েছে, ভুবনেশ্বর এইমসের হিমঘরে রাখা রয়েছে মৃতদেহগুলি। তবে তা আর বেশিদিন রাখা যাবে না। এই পরিস্থিতিতে দেহগুলি দাহ করার সিদ্ধান্ত নিল সরকার।

জানা গিয়েছে, ভয়াবহ সেই রেল দুর্ঘটনার পর ২৯৬টি দেহের মধ্যে ১৬২টি দেহ এইমস ভুবনেশ্বরে রাখা ছিল। ৮১টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাকি ৮১টির মধ্যে ৫৩টি ডিএনএ মিলিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু সমস্যা তৈরি হয় ২৮টি মৃতদেহ নিয়ে। এই দেহগুলি শনাক্ত করার জন্য কেউ আসেনি। যার জেরে এতদিন ধরে অশনাক্ত অবস্থায় হিমঘরে পড়েছিল দেহগুলি। ফলে এবার সেগুলি সৎকারের সিদ্ধান্ত নিল সরকার।

যদিও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এগুলি পরিযায়ী শ্রমিকদের দেহ। উত্তরবঙ্গের কারও হওয়ার সম্ভাবনা বেশি বলেই মনে করা হচ্ছে। বিএমসি কমিশনার বিজয় অমৃতা কুলাঙ্গে এই বিষয়ে জানিয়েছেন, সিবিআই সম্প্রতি জানিয়ছে এবার এই দেহগুলি দাহ করা যেতে পারে। এইমস থেকে শ্মশানে আনার সময় সিবিআই টিম থাকতে পারে। তবে সেটা কখন হবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মঙ্গলবার থেকে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। এইমস বিএমসিকে দেহ দেবে। এরপর সেগুলি শ্মশানে নিয়ে যাওয়া হবে। সম্পূর্ণ ঘটনা ভিডিও করে রাখা হবে বলেই খবর।

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...
Exit mobile version