ফের কলকাতায় ডে.ঙ্গি আক্রা.ন্তের মৃ.ত্যু,পরীক্ষায় জোর দেওয়ার নির্দেশ নবান্নের

বর্ষা বিদায় নিলেও ডেঙ্গি (Dengue) কমার লক্ষণ নেই। ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্তর মৃত্যু ( dengue patient death) । দমদম পুরসভার (Dumdum) উত্তর বাদরা এলাকায় এই প্রথম কোনও বাসিন্দার ডেঙ্গিতে মৃত্যু হল। গত সোমবার জ্বর নিয়ে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID hospital) ভর্তি হন সিদ্ধার্থ বালা নামের বছর পঁচিশের এক যুবক। আজ সকালে তাঁর মৃত্যুর খবর আসে। ডেথ সার্টিফিকেটে (Death Certificate) ডেঙ্গির উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে।

পুজোর আগে ডেঙ্গি রুখতে তৎপর নবান্ন (Nabanna)। হাসপাতালে যথাযথ চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গি মোকাবিলায় স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো জেলায় জেলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। নজরে ২১টি ব্লক, ৩০টি পঞ্চায়েত, ১৩টি পুরসভা। পরিসংখ্যান বলছে, ৬৮টি হটস্পট থেকেই রাজ্যের ৯০ শতাংশ ডেঙ্গি‌। দাপট কমাতে এই রোগ সনাক্তকরন পরীক্ষায় জোর দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

Previous articleহাওড়া স্টেশনে শি.উরে ওঠা দৃশ্য! রক্ষক রক্ষা করলেন যাত্রীকে
Next articleনেই এক চোখ, হাত-পা, হুইলচেয়ারবন্দি হামাস প্রধান দেইফকে খুঁজছে ইজরায়েল