Tuesday, May 6, 2025

লোকসভা নির্বাচনের(Loksabha Election) আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে(Assembly Election) সেমিফাইনাল হিসেবে দেখছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার প্রকাশ্যে এল এই রাজ্যগুলির রাজনৈতিক হালহকিকত। এবিপি সি ভোটারের জনমত সমীক্ষায় জানা যাচ্ছে এই ৫ রাজ্যের নির্বাচনের মধ্যে ৪ রাজ্যেই গোহারা হারতে চলেছে গেরিয়া শিবির। অন্যদিকে, এই রাজ্যগুলিতে বড় জয়ের পথে কংগ্রেস(Congress)।

এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এই পাঁচ রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশে কিছুটা লড়াই হতে পারে কংগ্রেস ও বিজেপির(BJP) মধ্যে। মধ্যপ্রদেশের বর্তমান শাসকদল বিজেপি। তবে ২৩০ আসনের মধ্যপ্রদেশে ১১৩ থেকে ১২৫টি আসন পেতে পারে কংগ্রেস। বিজেপি পেতে পারে ১০৪ আসন।

রাজস্থানে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। সমীক্ষা বলছে, গত কয়েক দশকের রীতি বজায় রেখে এবারেও মরুরাজ্যে ক্ষমতা বদল হবে। কংগ্রেসের হাত থেকে এবার ক্ষমতা চলে যেতে চলেছে গেরুয়া শিবিরের হাতে। সেখানে বিজেপি পেতে পারে ১২৭-১৩৭ আসনে। কংগ্রেস সেখানে পেতে পারে মাত্র ৫৯-৬৯ আসনে। পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র রাজস্থানেই সুখবর রয়েছে বিজেপির জন্য। যদিও এই রাজ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরম অবস্থায় রয়েছে। ফলে শেষ মুহূর্তে এখানে বড় অঘটন ঘটলে আশ্চর্য হওয়ার কিছু নেই।

মাওবাদ সমস্যায় জর্জরিত ছত্তিশগড়ে ফের কংগ্রেসের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিয়েছে ABP-C Voter সমীক্ষা। তবে লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি। ৯০ আসনের ছত্তিশগড়ে কংগ্রেস পেতে পারে ৪৫ থেকে ৫১ আসন। আর বিজেপির দখলে যেতে পারে ৩৯ থেকে ৪৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ২টি আসন।

এবিপি সি-ভোটারের সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানায় (Telengana) এবার অঘটন ঘটাতে পারে কংগ্রেস। সেরাজ্যে বিআরএস-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই। ১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেস পেতে পারে ৪৮-৬০টি আসন। কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস পেতে পারে ৪৩-৫৫ আসন। যদিও এখানে বিজেপির অস্তিত্ব বড়ই কম, তবুও এখানে ৫-১১ টি আসন পেতে পারে বিজেপি।

সবশেষে মিজোরাম বিধানসভায় এবার ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত দিয়েছে জনমত সমীক্ষা। এই রাজ্যে ৪০ আসনের মধ্যে কংগ্রেসের দখলে যেতে পারে ১০-১৪ আসন। মিজো ন্যাশনাল ফ্রন্ট পেতে পারে ১৩-১৭ আসন। আর ZPM পেতে পারে ৯ থেকে ১৩ আসন। এখানে বিজেপির কোনও অস্তিত্বই নেই।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version