বুধবার সকাল থেকে নদিয়ার শান্তিপুরের বিভিন্ন রাইস মিলে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ ৯ টা নাগাদ জেকেএস চালকলে(JKS Rice Mill) কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যান ইডি আধিকারিকরা। কী কারণে এই হানা সেটা স্পষ্ট নয়। তবে যেসব রাইস মিলে আজ কেন্দ্রীয় এজেন্সি গেছে সেখান থেকে বিভিন্ন রেশন দোকানে চাল সরবরাহ করা হত বলে খবর। কোন তদন্তের প্রেক্ষিতে এই অভিযান, তা এখনও পর্যন্ত খোলসা করছেন না কেন্দ্রীয় আধিকারিকরা।

পুর নিয়োগ তদন্তে আজ রাজ্যের ১১টি জায়গায় হানা দিয়েছেন ইডি অফিসারেরা। গোয়েন্দা আধিকারিকদের পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।এ দিন বসিরহাট, নদিয়ার শান্তিপুর, ধুবুলিয়া, রানাঘাট, কৃষ্ণনগরে তল্লাশি চলছে।
