Tuesday, May 6, 2025

রাজস্থানে নির্বাচনের দিন বদল কমিশনের, ২৩-এর পরিবর্তে ২৫ নভেম্বর ভোট

Date:

রাজস্থান(Rajsthan) বিধানসভা ভোটের দিন বদল করল নির্বাচন কমিশন(Election Commission)। বুধবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ২৩ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর একদফায় নির্বাচন অনুষ্ঠিত হবে রাজস্থানে। মূলত রাজস্থানের ব্যবসায়ীদের আর্জিতে সাড়া দিয়ে এই দিন বদলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে ভোটের দিন বদল হলেও গণনার তারিখে কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানানো হয়েছে। পূর্ব নির্ধারিত ৩ ডিসেম্বরই বাকি রাজ্যগুলির সঙ্গে এই রাজ্যেও হবে ভোট গণনা।

গত সোমবার à§« রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছিল দেশের নির্বাচন কমিশন। রাজস্থান রাজ্যে ভোটের দিন নির্ধারিত হয়েছিল ২৩ নভেম্বর। তবে এই দিন ঘোষণার পরই কমিশনের কাছে ভোটের দিন বদলের আর্জি জানায় রাজস্থানের ব্যবসায়ীরা। কারণ হিসেবে জানানো হয়, ওইদিনটি ‘দেব উঠান একাদশী’ হিসেবে পালন করে উত্তর ভারত। ওই দিন থেকেই শুরু হয় বিয়ের মরশুম। তাই কেনাকাটার জন্য ওই দিনটিকেই বেছে নেন বহু মানুষ। ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানায় এই দিনটি ছেড়ে অন্য যেকোনও দিন নির্বাচন হোক। তা না হলে বিপুল টাকার ক্ষতি হবে ব্যবসায়ীদের। ব্যবসায়ী সংগঠনের এই আর্জিতে সাড়া দিয়ে বুধবার কমিশনের তরফে জানানো হয় ২৩ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর একদফায় নির্বাচন অনুষ্ঠিত হবে রাজস্থানে।

উল্লেখ্য, গত সোমবার সাংবাদিক বৈঠক করে ৫ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। যেখানে জানানো হয়, মিজোরামে ৭ নভেম্বর। মধ্য প্রদেশে ১৭ নভেম্বর, তেলঙ্গানায় ৩০ নভেম্বর এবং ছত্তিশগড়ে দুই দফায় ৭ এবং ১৭ নভেম্বর হবে ভোট গ্রহণ। রাজস্থানের জন্য ভোট গ্রহনের দিন ধার্য হয় ২৩ নভেম্বর। যদিও বিয়ের কেনাকাটার চাপে সেই দিন বদলে ২৫ নভেম্বর করল নির্বাচন কমিশন। তবে একত্রে পাঁচ রাজ্যের ফলপ্রকাশ হবে ৩ ডিসেম্বর।

Related articles

বুধবার উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! কীভাবে দেখবেন রেজাল্ট?

আগামিকাল অর্থাৎ বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ইতিমধ্যেই জানিয়েছে,...

SLST নিয়োগে বাধা নেই, ইঙ্গিত হাইকোর্টের শুনানিতে

রাজ্যের চাকরিপ্রার্থীদের চাকরিতে বাধা দিতে কোনও পথ বাকি রাখেনি বিরোধীরা। সুপ্রিম কোর্ট যে নিয়োগের ক্ষেত্রে কোনও বাধা নেই...

আগামী দু-সপ্তাহ ভাঙা যাবে না এলগিন রোডের তিনটি ছাদ রেস্তরাঁ! পুরসভাকে নির্দেশ হাইকোর্টের

ম্যাগমা হাউসের পর এবার এলগিন রোডের তিনটি জনপ্রিয় ছাদ রেস্তরাঁ— ‘ড্রাঙ্কেন টেডি’, ‘রোমানিয়া’ ও ‘স্ক্র্যাপ ইয়ার্ড’-এর ভাঙার উপর...

বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপ, মে মাসেই দ্বিতীয় কিস্তি পাচ্ছেন ১২ লক্ষ উপভোক্তা

রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আসছে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি মে মাসেই এই প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তার হাতে পৌঁছে...
Exit mobile version