Thursday, August 21, 2025

রুজিরাকে সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ! বিজেপির চ.ক্রান্তের অংশ: অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে বেরিয়ে এলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। বুধবার ইডির (Enforcement Directorate) তদন্তে সহযোগিতার জন্যই সকাল ১০ টা ৫৭ মিনিটে ইডির দফতরে পৌঁছে যান তিনি। এরপর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ইডির দফতর থেকে বেরিয়ে আসেন তিনি। গত ৪ অক্টোবর, বুধবার রুজিরাকে নোটিশ পাঠানো হয়। এই প্রথম নিয়োগ মামলায় রুজিরাকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, লিপস অ্যান্ড বাউন্ডস মামলার তদন্তের জন্যই তাঁকে এদিন ডেকে পাঠানো হয়।

এদিন রুজিরাকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলকে টার্গেট করে বিজেপি যে চক্রান্ত করছে, এটা তারই একটি অংশ। এর আগেও চারবার ডেকেছিল। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এরপরই কুণালের অভিযোগ, আসলে বিজেপি ভয় পাচ্ছে। অভিষেক গলার কাঁটা। সেকারণেই তাঁকে হেনস্থা করার জন্য লাগাতার তাঁর পরিবারকে ডাকা হচ্ছে। আসলে বিরোধীদের হাতে ইস্যু তুলে দেওয়ার জন্য এই ডাকাডাকি। এরপরই বিরোধী দলনেতা তথা গদ্দার শুভেন্দু অধিকারীকে একহাত নিয়ে কুণাল প্রশ্ন তোলেন, শুভেন্দু তো রেজিস্টার তোলাবাজ। সারদা-নারদায় অভিযুক্ত। তাহলে কেন শুভেন্দুর বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ওর এফআইআর-এ নাম থাকা সত্ত্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই কিছুই দেখতে পাচ্ছে না। তবে ধর্না থেকে নজর ঘোরাতেই এভাবে হেনস্থা করা হচ্ছে। এজেন্সি ভালোই বুঝতে পারছে এর কোনও যৌক্তিকতা নেই।

তবে এদিন সিজিও কমপ্লেক্সের বাইরে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। ব্যারিকেড করে রাখা হয় চারদিক। পাশাপাশি গাড়ি চলাচলেও রাশ টানা হয়। সকাল ১১টা নাগাদ রুজিরা সিজিওতে ঢোকার পরও আঁটসাঁট ছিল নিরাপত্তা ব্যবস্থা।

 

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...