Monday, November 10, 2025

ফের হার অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানে হারল অজিরা

Date:

একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছেও হেরে গেল অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের কাছে ১৩৪ রানে হারল অজিরা। শুরুতে ব্যাট করে ৩১১ রান করে প্রোটিয়ারা। ব্যাট করতে নেমেও ব্যর্থ হওয়ায়, ফের হারতে হল প্যাট কামিন্সদের।

লখনৌতে ৩১১ রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেও একাধিক ক্যাচ পড়ল। যা দেখে অনেকেই মনে করছেন, এ কোন অস্ট্রেলিয়া দল ভারতে বিশ্বকাপ খেলতে এসেছে? বারবার ক্যাচ মিস করার মাশুল দিতে হল এদিনও। ৩১২ রানের টার্গেট দেয় প্রোটিয়ারা। এই ক্যাচগুলো ধরতে পারলে আরও কম রানে বেঁধে ফেলা যেত টেম্বা বাভুমাদের। যদিও ১০৬ বলে ১০৯ রানের দারুণ ইনিংস খেলে দলকে বড় রানের দিকে ভেগিয়ে নিয়ে যান কুইন্টন ডি কক। আটটা চার ও পাঁচটা ছক্কায় সাজানো তাঁর ইনিংস। পাশাপাশি ভাল ব্যাট করেন এডেন মার্করামও। ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনিও। সাতটা চার ও একটা ছক্কা মারেন তিনি। দক্ষিণ আফ্রিকার ইনিংসে সাতটি ক্যাচ ফেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। যা ভাবাই যায় না। ডেভিড মিলারের পাশাপাশি মার্কো জ্যানস্যানের ক্যাচ ফেলে দেন স্টোয়নিশ ও মিশেল মার্শরা। দু’টি ক্যাচ ফেলেন স্টোয়নিশ। ফলে চিন্তা থাকছেই অস্ট্রেলিয়া দলকে নিয়ে। জ্যানস্যান আউট হন ২২ বলে ২৬ রান করে। ডেভিড মিলার যদিও ১৩ বলে ১৭ রান করেই ফেরেন। মিচেল স্টার্ক ৯ ওভার বল করে ৫৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। দারুণ বল করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ১০ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন এই অলরাউন্ডার। দলের অন্য বোলারদের মধ্যে জস হ্যাজেলউড, প্যাট কামিন্স ও অ্যাডাম জ্যাম্পা একটি উইকেট তুলে নেন। তবে অস্ট্রেলিয়ার ফ্যানদের আক্ষেপ, ক্যাচগুলো ধরতে পারলে আরও আগেই শেষ হয়ে যেতে পারত দক্ষিণ আফ্রিকার ইনিংস।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭৭ রানে গুটিয়ে যায় অজিরা। অস্ট্রেলিয়ার মানার্স লাবুশেন ছাড়া কেউই রান পাননি। তিনি ৪৬ রান করেন। শেষে মিশেল স্টার্ক ও প্যাট কামিন্সও রান পাননি। ২২ রান করেন ক্যাপ্টেন কামিন্স। ২৭ রান করেন স্টার্ক । ১৭৭ রানেই শেষ হয়ে যায় অজিদের ইনিংস। ৮ ওভার বল করে ৩ উইকেট নেন কাগিসো রাবাডা। মার্কো জ্যানসন, কেসব মহারাজ ও তাবরেজ শামসি দুটি করে উইকেট নেন।

আরও পড়ুন:বিশ্বকাপে সুযোগ না পেয়ে রোহিতের ১২ বছর টুইট ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট লক্ষ্মণের

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version