Sunday, August 24, 2025

বিশ্বকাপে সুযোগ না পেয়ে রোহিতের ১২ বছর টুইট ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট লক্ষ্মণের

Date:

১২ বছর আগে যখন ভারতীয় দল বিশ্বকাপ জেতে তখন ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন রোহিত শর্মা। আর এবার, তিনিই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ২০১১ সালের বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে নিজের কষ্টের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন রোহিত। দীর্ঘ ১২ বছর পর সেই টুইট আবার জনসমক্ষে। সৌজন্যে ভিভিএস লক্ষণ। রোহিতের সেই টুইট শেয়ার করলেন ভারতের প্রাক্তন ব্যাটার।

১২ বছর বাদে সেই হিটম্যানই একদিনের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি (৭) করার বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। এছাড়াও, রোহিত শর্মা বিশ্বকাপে সর্বনিম্ন ইনিংসে ১,০০০ রান পূর্ণ করেছেন। তিনি মাত্র ১৯ ইনিংসে হাজার রান করে ডেভিড ওয়ার্নারের সঙ্গে যুগ্ম ভাবে বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন। রোহিতের ইতিহাস গড়ার পর তাঁর টুইট শেয়ার করে লক্ষ্মণ লেখেন, “২০১১ সাল থেকে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ শতরানের মালিক হয়ে ওঠা, মাত্র ২টি বিশ্বকাপের খেলে সাতটি শতরান, আবার প্রমাণ করে যে, কখনও হাল ছাড়বেন না, এবং চ্যাম্পিয়নরা ঠিক তাঁদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার পথ খুঁজে পায়।”

বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তোলেন রোহিত। ৮৪ বলে ১৩১ রানের ইনিংস খেলেন তিনি। রশিদ খান ছাড়া কাউকেই রেয়াত করেননি ভারত অধিনায়ক। এই ইনিংসে তিনি ১৬টি চার এবং পাঁচটি লম্বা ছক্কা হাঁকিয়ে ভারতীয় দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন রোহিত। পেরিয়ে গিয়েছেন সচিন তেন্ডুলকরের রেকর্ডকেও।

বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে সেঞ্চুরি হাঁকান রোহিত। যা বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম। এর আগে এই নজির ছিল কপিল দেবের। ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ বলে সেঞ্চুরি করেছিলেন কপিল।

আরও পড়ুন:আগামিকাল মারডেকা কাপে নামছে ভারত, প্রতিপক্ষ মালয়েশিয়া

Related articles

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version