Saturday, December 20, 2025

অ.স্ত্র হাতে শহরকে স্তব্ধ করার চেষ্টা! আ.দিবাসীদের মিছিলে হাওড়া ব্রিজে ব্যাপক যানজট

Date:

Share post:

ফের সপ্তাহের কর্মব্যস্ত দিনে কাজে বেরিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হল নিত্যযাত্রীদের। বৃহস্পতিবার আদিবাসীদের মিছিলকে কেন্দ্র করে ব্যাপক যানজট সৃষ্টি হয় হাওড়া ব্রিজ (Howrah Bridge) থেকে শুরু করে শহরের একাধিক এলাকায়। কলকাতার রানি রাসমনি রোডের (Rani Rasmani Road) সমাবেশে যোগ দিতেই এদিন সকাল সকাল মিছিল বের করে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহলের (Bharat Jakat Majhi Paragana Mahal) সদস্যরা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বরাবরই তাঁদের সম্প্রদায়ের উপর মানবিক। ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগসুবিধার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট অগ্রাধিকার দেওয়া হয়েছে আদিবাসী সম্প্রদায়কে। তবুও ব্যস্ততম দিনে ফের শহরকে স্তব্ধ করার চেষ্টা আদিবাসী সংগঠনের। তবে এদিন অস্ত্র হাতে মিছিলের অভিযোগ ওঠে আদিবাসী সংগঠনের বিরুদ্ধে। ইতিমধ্যে, অস্ত্রধারীদের খুঁজে বের করার কাজ শুরু করেছে পুলিশ।

এদিন একাধিক ইস্যুতে রানি রাসমণি রোডে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আদিবাসী সংগঠন। আর সেই সমাবেশে যোগ দিতেই এদিন দলে দলে হাওড়া ব্রিজের ওপর দিয়ে মিছিল করে আদিবাসী সংগঠনের সদস্যরা। তবে অফিস টাইমে এই মিছিলের কারণে ব্যাপক যানজটের মধ্যে পড়তে হয় অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। তবে মিছিলে যাতে কোনওরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য হাওড়া ব্রিজে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।

এর আগে গত মাসের শেষ দিকে কুড়মিদের তপশিলি উপজাতির স্বীকৃতির দাবির বিরোধিতায় পথে নামে একাধিক আদিবাসী সংগঠন। ধর্মতলায় আয়োজিত সেই সমাবেশে যোগ দিতে আসেন বহু আদিবাসী সমাজের মানুষ। সেদিনও হাওড়া ব্রিজ সহ কলকাতার একাধিক জায়গায় ব্যস্ত সময়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

 

 

 

 

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...