Saturday, August 23, 2025

ইজরায়েল(Israel) ও হামাসের(Hamas) বিরুদ্ধে চলতে থাকা যুদ্ধে গত ৬ দিনে মৃত্যু হয়েছে ৪ হাজার জনের। এহেন পরিস্থিতির মাঝেই এবার সিরিয়ায় ইরান সমর্থিত হামাসের ঘাটিতে বিমান হামলা চালাল ইজরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে ইজরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার দামেক্স বিমানবন্দরে নামার কথা ছিল ইরানের বিদেশমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের। সেখানে বিমান হামলা হওয়ায় মাঝপথেই দেশে ফেরেন আমির। হামলার জেরে সিরিয়ার এই দুই প্রধান বিমানবন্দরে সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

লেবাননের হিজবুল্লাহসহ তেহরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে ইরান থেকে অস্ত্রের পাঠানো হচ্ছিল এই যুদ্ধে। এই অস্ত্র সরাসরি পৌঁছচ্ছিল হামাসের কাছে। অস্ত্রের এই আমদানি বন্ধ করতেই সিরিয়ার বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে হামলা চালিয়েছে ইজরায়েল। যদিও এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। এই হামলা প্রসঙ্গে ইজরায়েলি সামরিক বাহিনীর তরফেও কোনো মন্তব্য করা হয়নি। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইজরায়েলকে আটকাতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ফোন করে সাহায্য চান। সেই ফোন কলের কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়ার দুটি বিমানবন্দরে হামলা চালায় ইজরায়েল।

সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইজরায়েল অসংখ্যবার সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। মূলত ইরান-সমর্থিত গেরিলা বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। ইজরায়েলি হামলার কারণে এর আগেও বেশ কয়েকবার সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত আলেপ্পো ও দামেস্কের বিমানবন্দরের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার নজির আছে। সর্বশেষ হামলার ঘটনাটি ঘটল হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর ষষ্ঠ দিনের মাথায়।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version