প্রাক্তন কংগ্রেস বিধায়কের(Congress MLA) দিদির বাড়িতে আয়কর দফতরের তল্লাশি অভিযানে উদ্ধার হল ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার গভীর রাতে বেঙ্গালুরুর(Bengaluru) আরটি নগরের আত্মনন্দ কলোনির একটি ফ্ল্যাটে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা(IT Department)। সেই তল্লাশিতে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৫০০ টাকার নোটের বাণ্ডিলে ঠাসা ২১ টি বাক্স। যাতে টাকার পরিমান ছিল ৪২ কোটি।

আয়কর দফতর সূত্রে খবর, যে ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, তিনি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এবং কাউন্সিলর অখণ্ড শ্রীনিবাস মূর্তির দিদি অশ্বত্থাম্মা। তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, ফ্ল্যাটের একটি ঘরে বিছানার নীচে টাকা রাখা ছিল। কোথা থেকে এই টাকা এল, কী কাজে এই টাকা ব্যবহারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই-ই নয়, ওই ব্যক্তির নিজস্ব টাকা কি না, যদি তা হয়েই থাকে, এই আয়ের উৎস কী, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তবে যে ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছে সেখানে বিধায়কের দিদি থাকতেন না বলে আয়কর দফতর সূত্রে খবর।
উল্লেখ্য, বৃহস্পতিবার শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। তার মধ্যে আরটি নগরেও যায় আয়কর দফতরের একটি দল। বিধায়কের দিদির বাড়ি ছাড়াও পাঁচ জন ঠিকাদারের বাড়িতেও তল্লাশি চালায় আয়কর দফতর। আরটি নগর ছাড়াও অভিযান চালানো হয়েছে মুল্লুর, আরএভি এক্সটেনশন, বিইএল সার্কেল, মালেশ্বরম, ডলার্স কলোনি, সদাশিবনগরেও।
