Monday, August 25, 2025

নবান্নের ঐকান্তিক চেষ্টায় পুজোর আগে কাটল জট, ৭১ ব.ন্দি মুক্তিতে অনুমোদন রাজ্যপালের

Date:

Share post:

স্বাধীনতা দিবসে রাজ্যপালের সঙ্গে সংঘাতে আটকে গিয়েছিল বন্দি মুক্তি। রাজ্য সরকারের ঐকান্তিক চেষ্টায় পুজোর আগে কাটল জট। রাজ্যপালের অনুমোদন মেলায় নজির বিহীন ভাবে এবার পুজোর আগে জেল থেকে যাবজ্জীবন সাজা প্রাপ্ত ৭১ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। রাজ্যপাল অনুমোদন না দেওয়ায় এবার স্বাধীনতা দিবসের আগে প্রথা মাফিক ওই বন্দিদের মুক্তি দেওয়া যায়নি।

পুজোর আগে তাদের মুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে রাজ্য সরকারের কাছ থেকে রাজ্যপালকে ফাইল পাঠানো হয়। শুক্রবার রাজ্যপাল ওই ফাইলে অনুমোদন দিয়েছেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। রাজভবনের তরফে জানানো হয়েছে, বন্দি মুক্তির বিষয়টি নিয়ে নবান্নের কাছ থেকে পূর্ণ সহযোগিতা চেয়েছিলেন রাজ্যপাল। এ বিষয়ে কথাও বলতে চেয়েছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে।
৭১ জন ভারতীয় বন্দি ছাড়াও ১৬ জন ভিনদেশী নাগরিকের মুক্তির জন্য কেন্দ্রের অনুমোদন চাওয়া হয়েছে বলে রাজ্যপাল জানান। একই সঙ্গে আগামী দিনে রাজভবন ও রাজ্য সরকার যাতে সুসংহত ভাবে এই বন্দি মুক্তির বিষয়টি স্থির করতে পারে এজন্য একটি যৌথ কমিটি গঠনেরও তিনি প্রস্তাব দিয়েছেন।

প্রতি বছর স্বাধীনতা দিবসে বেশকিছু বন্দিকে মুক্তি দেওয়া হয় সংশোধনাগার থেকে। বন্দিদের আচার-আচরণ সহ বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে কারা কারা মুক্তি পাবে। রাজ্যের কারা দফতর সেই তালিকা তৈরি করে থাকে। নিয়মানুযায়ী, কাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, তাদের তালিকা রাজ্যকে পাঠাতে হয় রাজভবনে।এবারের স্বাধীনতা দিবসের আগেও সেই তালিকা তৈরি করে পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে। কিন্তু এই তালিকা নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে জটিলতা সৃষ্টি হয়েছিল।

প্রসঙ্গত, উৎসবের মরসুমে পুজোর আগেই ৭১ জন বিচারাধীন বন্দিদের মুক্তির জন্য রাজ্যপালকে ফের চিঠি দিয়েছিল নবান্ন। সেই চিঠি পাওয়ার পর একাধিক বিষয় নিয়ে জানতে চেয়ে রাজ্যপাল চিঠি দেন স্বরাষ্ট্রসচিবকে। শেষ পর্যন্ত অনুমোদন মেলায় জটিলতা কাটল।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...