Wednesday, November 5, 2025

উত্তরে চলবে বৃষ্টি, মহালয়ায় কেমন থাকবে কলকাতার আবহাওয়া? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

রাত পেরোলেই মহালয়া (Mahalaya)। আর হাতে গোনা কয়েকদিন। তারপরই দেবী দশভুজার বন্দনায় মেতে উঠবে রাজ্যবাসী। তবে পুজোর (Durga Pujo) সময় কেমন থাকবে আবহাওয়া (Weather) তা নিয়ে রাজ্যবাসীর চিন্তার শেষ নেই। তবে বেশ কিছুদিন টানা ঝড়-বৃষ্টি চলার পর আপাতত শান্ত আবহাওয়া। দক্ষিণবঙ্গে ঝলমলে আকাশ। যদিও উত্তরবঙ্গ রোজই মেঘলা থাকছে। রাতের দিকে বৃষ্টিও হচ্ছে কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার মহালয়ার দিনও দক্ষিণবঙ্গে ভালো থাকবে আবহাওয়া। গত দু-তিন দিন থেকে দক্ষিণবঙ্গে সেইরকম বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতর সূত্রে খবর আপাতত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে কিছুটা বাড়বে তাপমাত্রা। যদিও উত্তরবঙ্গে হালকা বৃষ্টি চলবে। অন্যদিকে, আগামী ১৬ তারিখ অবধি কলকাতায় বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। মহালয়ার দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস। দক্ষিণে বাতাসে জলীয় বাষ্প কিছুটা থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দিনের বেলায় গরম বাড়বে।

এদিকে শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি জারি থাকবে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version