Sunday, May 4, 2025

ইজরায়েলের মাটিতে তা.ণ্ডবলীলা হা.মাসের, মোসাদের ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলছেন বিশেষজ্ঞরা

Date:

সময় যত গড়াচ্ছে ততই কঠিন হচ্ছে পরিস্থিতি। ইজরায়েল-হামাসের (Israel-Hamas) রক্তক্ষয়ী অবস্থা দেখে আতঙ্ক বাড়ছে বিশ্ববাসীর। বিগত এক সপ্তাহের যুদ্ধে ইজরায়েলে কমপক্ষে ১৩০০ নাগরিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ইজরায়েলের পাল্টা এয়ারস্ট্রাইকে (Airstrike) গাজায় (Gaza Strip) ১৫৩০ জনেরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর। তবে ইজরায়েলের দাবি, ১৫০০-এরও বেশি হামাস জঙ্গিকে এখনও পর্যন্ত নিকেশ করা হয়েছে। মনে করা হচ্ছে, ১৯৭৩ সালের ইয়োম কিপ্পুর যুদ্ধের পর ইজরায়েলের মাটিতে এটাই সবচেয়ে ভয়াবহ আক্রমণ। তবে হামাস বাহিনীর এই হামলার পিছনে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের (Mossad) ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলেছে বিশেষজ্ঞদের একাংশ। গোয়েন্দা সংস্থার বিশ্ব জোড়া সুখ্যাতি থাকলেও কীভাবে মোসাদ এমন কাণ্ড ঘটাল তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। ক্ষমতা, শক্তি আর প্রযুক্তিতে এই গোয়েন্দা সংস্থা বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে একটি। সংস্থায় প্রায় ৭ হাজারেরও বেশি কর্মী বিশ্বের একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তবে সংস্থার গোয়েন্দাদের কর্মপদ্ধতি তাক লাগিয়ে দেওয়ার মতো।

তবে শুধুমাত্র ইজরায়েল নয়, ইহুদিদের স্বার্থ রক্ষায় দেশে দেশে রয়েছে মোসাদের শাখা অফিস। বিভিন্ন দেশের নাগরিকরাও এই গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন। গোয়েন্দা প্রযুক্তিতেও মোসাদ বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠান। গোয়েন্দা নজরদারির দারুণ সব প্রযুক্তি বিশ্বের কাছে বিক্রি করে মোসাদ। সেই মোসাদই হামাসের আকস্মিক হামলা রুখতে ব্যর্থ। আর এনিয়ে এখন সরগরম ইজরায়েল। সরকারের শীর্ষ নেতাদের অভিযোগ, এই হামলার পরিকল্পনা হামাস অনেকদিন ধরেই করছিল, তারপরও মোসাদ সেটি কেন জানতে পারেনি? তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। কিন্তু এই গুপ্তচর সংস্থার কাজের একাধিক বড় নিদর্শন রয়েছে। ২০২০ সালে গোপন অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনের নিকটাত্মীয় আল কায়দার প্রথম সারির নেতাকে হত্যা করেছিল এই গুপ্তচর সংস্থা। তবে প্রতিবেশী কোনও রাষ্ট্রই যাতে ইজরায়েলের উপর আক্রমণ শানাতে না পারে সেদিকে কড়া নজর থাকে মোসাদের। আর সেকারণেই গুপ্তচর সংস্থার জন্য প্রতিবছরই ৩০০ কোটি ডলার খরচ করে ইজরায়েল সরকার।

তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি এক ভাষণে হুমকি দেন, হামাসকে ধ্বংস করে আমরাই জয়ী হব। তবে এর জন্য কিছুটা সময় লাগতে পারে। ইজরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, জন্মভূমির জন্য সিংহের মতো লড়াই করছি। হামাসের হামলার ঘটনা কখনোই ভুলব না। তাদের ওপর এমন হামলা চালাবো, যা তারা কখনোই ভাবতে পারেনি।

 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version