Monday, May 5, 2025

স্যোশাল মিডিয়ায় দেওয়া যাবে না অভিযোগকারিণীর ছবি! ‘ধর্ষ.ক’কে জামিন দিয়ে নির্দেশ বিচারপতির

Date:

Share post:

শর্ত দিয়ে ধর্ষককে মুক্তি দিল এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court)। স্পষ্ট নির্দেশ “জেল থেকে ছাড়া পেয়ে সমাজমাধ্যমে অভিযোগকারিণীর ছবি দেবেন না। ফেসবুক, হোয়াট্‌সঅ্যাপের প্রোফাইল পিকচার বা ডিপি বদল করবেন না অভিযোগকারিণীর ছবি দিন।“ ধর্ষণে অভিযুক্ত যুবকের জামিন মঞ্জুর করে এই নির্দেশ দিলেন বিচারপতি।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং গোপন মুহূর্তের ছবি-ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ নিয়ে প্রেমিকের বিরুদ্ধে মামলা করেন এক তরুণী। অভিযোগ ছিল, ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ সময় ওই যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন বছর কুড়ির ওই তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস শুধু নয়, তরুণীকে শারীরিক এবং মানসিক ভাবে দিনের পর দিন হেনস্থা করেছেন। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাঁকে গ্রেফতার করার পরেই মিথ্যে অভিযোগের পাল্টা মামলা করেন অভিযুক্তও। অভিযুক্তর জামিনের বিরোধিতা করেন তরুণীর পক্ষের আইনজীবী।

শেষ পর্যন্ত অবশ্য অভিযুক্ত জামিন পান। যেহেতু ওই যুবকের অপরাধের কোনও ইতিহাস নেই, সেই কারণেই তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে- পর্যবেক্ষণে জানায় আদালত (Allahabad High Court)। কিন্তু সেখানে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়। বিচারপতি মহম্মদ ফৈয়জ আলম খান জানান, শর্ত না মানলে জামিন খারিজ হয়ে যাবে। একই সঙ্গে মুক্তির পর অভিযোগকারিণীর সঙ্গে কোনও ভাবেই অভিযুক্ত যোগাযোগ করতে না পারেন তার নির্দেশও দিয়েছেন বিচারপতি। শারীরিক ভাবে অথবা অনলাইনে তাঁদের সঙ্গে কথাবার্তা বলার কোনও চেষ্টা করলে জামিন খারিজ হয়ে যাবে। এমনকী, অভিযোগকারিণীর কোনও আত্মীয়-পরিজনের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন না অভিযুক্ত।

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...