Monday, November 3, 2025

সুইডেনে গবেষণা করতে গিয়ে বাঙালি ছাত্রীর র.হস্যজনক মৃ.ত্যু! গ্রে.ফতার ১  

Date:

সুইডেনে (Sweden) বাঙালি ছাত্রীর রহস্যমৃত্যু (Mysterious Death)। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের দুর্গাপুরের (Durgapur) বাসিন্দা ওই ছাত্রী সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যান। আর সেখানেই মর্মান্তিক পরিণতি ছাত্রীর। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম রোশনি দাস (Roshni Das)। এদিকে ছাত্রীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে সুইডেনে খুন করা হয়েছে। এলাকায় মেধাবী হিসাবে বেশ পরিচিতি আছে দুর্গাপুরের বাসিন্দা রোশনির। এদিকে ছাত্রীর মৃত্যুর খবর সামনে আসতেই পরিজনদের পাশাপাশি প্রতিবেশীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে খবর, রোশনি কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়ো টেকনোলজির ছাত্রী ছিলেন। ডিপিএল টাউনশিপের ইএন টাইপের বাসিন্দা রোশনি দাস। বছর ৩২-এর ছাত্রীর দুর্গাপুরেই প্রাথমিক পড়াশোনা, এরপর বর্ধমান রাজ কলেজ থেকে জুলজী অনার্স নিয়ে পড়াশোনা করার পর উড়িষ্যার ভুবণেশ্বরের কলিঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকলোজি নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপর সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো নিয়ে পোস্ট ডক্টরেট করছিলেন রোশনি। চলতি মাসের ১৩ তারিখ আচমকাই রোশনির পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর আসে। সুইডেন দূতাবাস থেকে ভারতীয় দূতাবাসে খবর আসার পর সেই খবর পরিবারের লোকেদের জানায় পুলিশ। দুঃসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার। এদিকে রোশনি দাসের পরিবার জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর রোশনির সঙ্গে শেষ বার কথা হয়েছিল তাঁদের। কিন্তু তার পর থেকে আর রোশনির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর ১৩ অক্টোবর রোশনির মৃত্যু সংবাদ আসে।

তবে রোশনির পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। ইতিমধ্যে, ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই রোশনির দেহ দেশে ফিরিয়ে আনা হতে পারে। পাশাপাশি পরিবারের তরফে জানানো হয়েছে, এই ঘটনার শেষ দেখে ছাড়বে তাঁরা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানোর কথাও জানিয়েছে মৃত ছাত্রীর পরিবার।

 

 

 

 

Related articles

সোম-দুপুরেই শাসকদলে ফিরছেন শোভন-বৈশাখী! নজর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে

ছাব্বিশের নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একর পর এক চমক। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)-এর চেয়ারম্যান পদে নিয়োগের...

উৎসবের মধুর সমাপ্তি: ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সৌভাগ্যবান বিজয়ীদের নাম

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষ্যে অয়োজন করে মেগা লাকি ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও...

তালিকায় নাম নেই! এসআইআর আতঙ্কে’ ডানকুনিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

এসআইআর(SIR) আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। আগরপাড়া, ইলামবাজার, বারাকপুর, পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে আত্মঘাতী হলেন এক মহিলা।...

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়াতে ইডি হানা

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)! সোমবার সকালে নদিয়ার চাকদহের পড়ারি গ্রামে হানা দেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের...
Exit mobile version