Friday, August 22, 2025

সুইডেনে (Sweden) বাঙালি ছাত্রীর রহস্যমৃত্যু (Mysterious Death)। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের দুর্গাপুরের (Durgapur) বাসিন্দা ওই ছাত্রী সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যান। আর সেখানেই মর্মান্তিক পরিণতি ছাত্রীর। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম রোশনি দাস (Roshni Das)। এদিকে ছাত্রীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে সুইডেনে খুন করা হয়েছে। এলাকায় মেধাবী হিসাবে বেশ পরিচিতি আছে দুর্গাপুরের বাসিন্দা রোশনির। এদিকে ছাত্রীর মৃত্যুর খবর সামনে আসতেই পরিজনদের পাশাপাশি প্রতিবেশীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে খবর, রোশনি কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়ো টেকনোলজির ছাত্রী ছিলেন। ডিপিএল টাউনশিপের ইএন টাইপের বাসিন্দা রোশনি দাস। বছর ৩২-এর ছাত্রীর দুর্গাপুরেই প্রাথমিক পড়াশোনা, এরপর বর্ধমান রাজ কলেজ থেকে জুলজী অনার্স নিয়ে পড়াশোনা করার পর উড়িষ্যার ভুবণেশ্বরের কলিঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকলোজি নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপর সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো নিয়ে পোস্ট ডক্টরেট করছিলেন রোশনি। চলতি মাসের ১৩ তারিখ আচমকাই রোশনির পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর আসে। সুইডেন দূতাবাস থেকে ভারতীয় দূতাবাসে খবর আসার পর সেই খবর পরিবারের লোকেদের জানায় পুলিশ। দুঃসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার। এদিকে রোশনি দাসের পরিবার জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর রোশনির সঙ্গে শেষ বার কথা হয়েছিল তাঁদের। কিন্তু তার পর থেকে আর রোশনির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর ১৩ অক্টোবর রোশনির মৃত্যু সংবাদ আসে।

তবে রোশনির পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। ইতিমধ্যে, ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই রোশনির দেহ দেশে ফিরিয়ে আনা হতে পারে। পাশাপাশি পরিবারের তরফে জানানো হয়েছে, এই ঘটনার শেষ দেখে ছাড়বে তাঁরা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানোর কথাও জানিয়েছে মৃত ছাত্রীর পরিবার।

 

 

 

 

Related articles

স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ...

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...
Exit mobile version