Sunday, May 4, 2025

সুইডেনে (Sweden) বাঙালি ছাত্রীর রহস্যমৃত্যু (Mysterious Death)। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের দুর্গাপুরের (Durgapur) বাসিন্দা ওই ছাত্রী সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যান। আর সেখানেই মর্মান্তিক পরিণতি ছাত্রীর। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম রোশনি দাস (Roshni Das)। এদিকে ছাত্রীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে সুইডেনে খুন করা হয়েছে। এলাকায় মেধাবী হিসাবে বেশ পরিচিতি আছে দুর্গাপুরের বাসিন্দা রোশনির। এদিকে ছাত্রীর মৃত্যুর খবর সামনে আসতেই পরিজনদের পাশাপাশি প্রতিবেশীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে খবর, রোশনি কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়ো টেকনোলজির ছাত্রী ছিলেন। ডিপিএল টাউনশিপের ইএন টাইপের বাসিন্দা রোশনি দাস। বছর ৩২-এর ছাত্রীর দুর্গাপুরেই প্রাথমিক পড়াশোনা, এরপর বর্ধমান রাজ কলেজ থেকে জুলজী অনার্স নিয়ে পড়াশোনা করার পর উড়িষ্যার ভুবণেশ্বরের কলিঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকলোজি নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপর সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো নিয়ে পোস্ট ডক্টরেট করছিলেন রোশনি। চলতি মাসের ১৩ তারিখ আচমকাই রোশনির পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর আসে। সুইডেন দূতাবাস থেকে ভারতীয় দূতাবাসে খবর আসার পর সেই খবর পরিবারের লোকেদের জানায় পুলিশ। দুঃসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার। এদিকে রোশনি দাসের পরিবার জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর রোশনির সঙ্গে শেষ বার কথা হয়েছিল তাঁদের। কিন্তু তার পর থেকে আর রোশনির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর ১৩ অক্টোবর রোশনির মৃত্যু সংবাদ আসে।

তবে রোশনির পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। ইতিমধ্যে, ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই রোশনির দেহ দেশে ফিরিয়ে আনা হতে পারে। পাশাপাশি পরিবারের তরফে জানানো হয়েছে, এই ঘটনার শেষ দেখে ছাড়বে তাঁরা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানোর কথাও জানিয়েছে মৃত ছাত্রীর পরিবার।

 

 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version