Thursday, November 6, 2025

বিশ্বকাপে প্রথম জয় অস্ট্রেলিয়ার, লঙ্কানদের হারাল ৫ উইকেটে

Date:

বিশ্বকাপে জয়ের মুখ দেখলো অস্ট্রেলিয়া। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়ে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতল পাট ক‍্যামিন্সের দল। এদিন লঙ্কানদের বিরুদ্ধে ৫ উইকেটে জিতল অজিরা। পাঁচবারের চ্যাম্পিয়নদের শুরুটা একেবারেই ভাল হয়নি। প্রথমে ভারত ও তারপর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিপদে পড়ে যায় প্যাট কামিন্সরা। তবে খাদের কিনারা থেকে উঠে এল অজিরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতল ৫ উইকেটে।

শুরুটাও বেশ ভাল করেছিল লঙ্কানরা। তবে তাদের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২০৯ রানে।ওপেনিং জুটিতে ১৩০ বলে ১২৫ রান করে শ্রীলঙ্কা। দুই ওপেনার পেরেরা ও নিশাঙ্কা দুই জনেই হাফ সেঞ্চুরি করেন। তখন মনে হচ্ছিল সহজেই ৩০০ বা তার বেশি রান করে ফেলবে লঙ্কানরা। তবে এই জুটি ভেঙে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। সেই অর্থে আর কোনও পার্টনারশিপই গড়ে ওঠেনি। নিশাঙ্কা  ৬৭ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন। আটটা চার মারেন তিনি। ৮২ বলে ৭৮ রানের ইনিংস খেলেন কুশল পেরেরা। তাঁর ইনিংসে ছিল ১২টা চার। চরিথ আসালাঙ্কা শেষ অবধি কিছুটা লড়াই চালালেও কাজের কাজ হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্মানজনক স্কোর করতে পারেনি শ্রীলঙ্কা। বিশ্বকাপে এই পর্যন্ত ব্যর্থ হলেও এদিন জ্বলে উঠলেন লেগস্পিনার অ্যাডাম জ্যাম্পা। একাই তুলে নিলেন চারটি উইকেট। মিশেল স্টার্ক প্যাট কামিন্সরাও উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কার ব্যাটাররা পুরো ৫০ ওভার ব্যাট করতেই পারেননি। ফলে রান ওঠেনি সে ভাবে। ওপেনিং জুটি ভাঙার পর, দায়িত্বজ্ঞানহীন শট খেলে একের পর এক ব্যাটার আউট হতে থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে পরপর দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। আউট হন ডেভিড ওয়র্নার ও স্টিভ স্মিথ। ২৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর ৮১ রানে ৩ উইকেট খুইয়ে চাপ আরও বাড়তে থাকে অজিদের উপর। যদিও ৫১ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন মিশেল মার্শ। অল্পের জন্য লাবুশেন হাফ সেঞ্চুরি না পেলেও ৫৯ বলে ৫৮ রানের ইনিংস খেলেন জশ ইংলিশ। লঙ্কানদের হয়ে তিন উইকেট দিলশান মধুশাঙ্কার। একটি উইকেট দুনিথের।

আরও পড়ুন:অলিম্পিক্সে ক্রিকেট, উচ্ছ্বসিত নীরজ

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version