Sunday, May 4, 2025

আজ দেশের প্রথম সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা চালু হতে চলেছে বাংলায়। নবান্ন সূত্রে খবর, বিকেল ৪টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন। সরকারি এই অ্যাপ ক্যাব পরিষেবার নাম “যাত্রীসাথী”। গোটা দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্য সরকার এমন ঐতিহাসিক পদক্ষেপ নিল।

বেসরকারি অ্যাপ ক্যাব পরিষেবাগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে উপভোক্তাদের। সার্জ চার্জের নামে অতিরিক্ত ভাড়া, অফিস টাইমে কিংবা বৃষ্টি হলেই ভাড়াবৃদ্ধির মতো ভুড়িভুড়ি অভিযোগ জমা পড়ছিল রাজ্য পরিবহন দফতরে। এছাড়াও যাত্রী নিরাপত্তা ও চালকদের সামাজিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছিল এই সব বেসরকারি অ্যাপ ক্যাবগুলির বিরুদ্ধে।

যাত্রী স্বাচ্ছন্দের প্রেক্ষিতে বিকল্প উদ্যোগের চিন্তাভাবনা শুরু করে রাজ্য সরকার। তথ্যপ্রযুক্তি দফতর এই অ্যাপটি তৈরি করেছে। মনে করা হচ্ছে, পরিষেবা চালুর পর বেসরকারি অ্যাপ ক্যাবগুলির থেকে ৩০ থেকে ৩৫ শতাংশ কম ভাড়ায় যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারবেন। এর আগে কিছু হলুদ ট্যাক্সিতে এই অ্যাপটি ইনস্টল করে পরীক্ষামূলকভাবে পরিষেবাটি চালু করা হয়। কলকাতা পুলিশের তত্বাবধানে শহরের চারটি জায়গায় সফলভাবে ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। আজ এই পরিষেবা পুরোপুরি চালু হলে সাধারণ যাত্রীরা খুবই উপকৃত হবেন।

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version