Sunday, November 9, 2025

কলকাতায় পুজোর ডিউটি চলাকালীন পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে রাশ টানছে লালবাজার

Date:

Share post:

মহালয়া থেকে কলকাতায় শুরু হয়ে গিয়েছে পুজোর আমেজ। শহরের পুজো মণ্ডপগুলি এখন থেকেই ভিড়ে ঠাসা।

অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলাতে বাড়তি সতর্কতা নিতেই হয় পুলিশ প্রশাসনকে। এবার আরও সতর্ক প্রশাসন। পুজোয় ডিউটির সময় পুলিশকর্মীদের মোবাইল ব‌্যবহারে নিয়ন্ত্রণ আনছে লালবাজার। শুধু তাই নয়, কাঁধে নিজেদের ব‌্যাগ নিয়েও পলিশকর্মীদের ডিউটি করতে দেওয়া হবে না।

এবার লালবাজারের স্পষ্ট নির্দেশ, পুজোর ডিউটির সময় খুব প্রয়োজন ছাড়া মোবাইল ব‌্যবহার করতে পারবেন না পুলিশকর্মীরা। সোমবার লালবাজারের পুলিশের বড় কর্তাদের সঙ্গে প্রতিটি থানা ও ট্রাফিক গার্ডের ওসিদের নিয়ে বৈঠকে বসবেন পুলিশ কমিশনার। সেখানেই আনুষ্ঠানিক ভাবে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে।

সূত্রের খবর, শহরের বিভিন্ন রাস্তায় ১০ হাজার পুলিশ মোতায়েন থাকবে। সঙ্গে আরও ১০ হাজার ‘পুজো ভলান্টিয়ার’। এ ছাড়া থাকছেন হোমগার্ড ও সিভিক ভলান্টিয়াররাও। প্রত্যেকটি বড় পুজোর দায়িত্বে থাকছেন একজন করে ডিসি পদমর্যাদার আধিকারিক। অন‌্য গুরুত্বপূর্ণ পুজো, যেখানে দর্শনার্থীদের ভিড়, সেখানে দায়িত্বে থাকছেন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার পদের কর্তারা। চতুর্থী থেকে নবমী বিকেল সাড়ে তিনটে থেকে রাস্তা ও মণ্ডপে পুলিশ মোতায়েন শুরু হবে। রাত বারোটায় মোতায়েন হবে পুলিশের দ্বিতীয় ব‌্যাচ। একটানা ডিউটির পর পুলিশকর্মীরা যাতে একটু বিশ্রাম নিতে পারেন, সেই ব‌্যবস্থা করতে বলা হয়েছে দায়িত্বে থাকা পুলিশকর্তাদের।

শহরের রাস্তাতে থাকবে পুলিশ পিকেট। নিরাপত্তা ও নজরদারির জন‌্য রাস্তায় দু’বেলা থাকবে আটটি করে ১৬টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। এ ছাড়াও ৩০টি পুলিশ কন্ট্রোলরুম মোবাইল ও আরও পিসিআর গাড়ি টহল দেবে। ১৩টি কুইক রেসপন্স টিম কমব‌্যাট ফোর্স নিয়ে থাকবে রাস্তায়। অন্তত ১২টি জায়গায় পিসিআর ভ‌্যান তৈরি থাকবে আপদকালীন পরিস্থিতিতে দমকলকে এসকর্ট করতে। কলকাতার ৯টি ডিভিশনের বিভিন্ন রাস্তায় দর্শনার্থীদের সুবিধায় থাকবে মোবাইল পুলিশ অ‌্যাসিস্ট‌্যান্ট ভ‌্যান। প্রত্যেকটি ভ‌্যানের সঙ্গে থাকবে পুলিশের সিটি ওয়াচ বাইক। ১৪টি জায়গায় মোতায়েন থাকবে অ‌্যাম্বুল‌্যান্স ও ১৫টি জায়গায় ট্রমা কেয়ার। ৯টি ডিভিশনেই ‘বন্ধু কলকাতা’র গাড়ি নিখোঁজ হয়ে যাওয়া শিশু, প্রবীণদের উদ্ধার করবে।

শহরের ৪৫টি ওয়াচ টাওয়ারে বসে নাইট বাইনোকুলার নিয়ে নজরদারি রাখবেন থানা ও গোয়েন্দা দপ্তরের দু’জন করে পুলিশকর্মী। ২৭টি মেট্রো স্টেশনে পর্যাপ্ত সংখ‌্যক পুলিশ মোতায়েন করা হবে। প্রত্যেকটি বড় পুজোয় থাকবে ‘পুলিশ অ‌্যাসিস্ট‌্যান্ট বুথ’। মহিলাদের নিরাপত্তায় মধ‌্য, উত্তর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতায় ২০টি মহিলা টিম ‘উইনার্স’-এর স্কুটিতে ৪০ জন মহিলা পুলিশকর্মী টহল দেবেন। প্রত্যেকটি পুজো মণ্ডপে ইভ টিজিং, পকেটমারি, ছিনতাই রুখতে থাকবে সাদা পোশাকের পুলিশ।

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...