নিয়োগ মামলায় এবার সিবিআইয়ের জা.লে ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থার কর্মী

হাওড়ার দাশনগরে কৌশিক মাজি এবং সল্টলেকের সৌরভ মুখোপাধ্যায় নামে ওই দুই আধিকারিকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।

নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআইয়ের জালে এক। এ বার গ্রেফতার হলেন ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থা এস এন বসু রায় অ্যান্ড কোম্পানির আধিকারিক পার্থ সেন।কিছু দিন আগে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন পার্থ।সিবিআইয়ের দাবি, এস এন বসু রায় অ্যান্ড কোম্পানি নিয়োগ প্রক্রিয়ার উত্তরপত্র মূল্যায়ন ও ওএমআর শিট প্রস্তুত করার দায়িত্বে ছিল। গত মাসেই ওই সংস্থার দুই আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। হাওড়ার দাশনগরে কৌশিক মাজি এবং সল্টলেকের সৌরভ মুখোপাধ্যায় নামে ওই দুই আধিকারিকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।

এই মামলার তদন্তকারী হিসাবে সিবিআইয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টেটের ওএমআর শিট সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল তাঁর এজলাসে। মামলাকারীর অভিযোগ ছিল, ওএমআর শিটের ‘ডিজিটাইজড ডেটা’য় অনেক ভুল রয়েছে। আদালতে ওএমআর শিটের তথ্য বলে যে নথি পেশ করা হয়েছে, তা কোনওভাবেই বিশ্বাসযোগ্য নয়। কারণ, ওএমআর শিটের ডিজিটাইজড ডেটা বলতে যা বোঝায়, তা আদালতে জমা দেওয়া হয়নি। ওএমআর শিটের স্ক্যান করা কপি আদালতে জমা দেওয়া হয়। সবমিলিয়ে ওএমআর শিট তদন্তে নতুন মোড় ।

 

Previous article‘আফগানদের বিরুদ্ধে হার দরকার ছিল’ ম‍্যাচ হারের পর বললেন ইংল‍্যান্ড অধিনায়ক
Next articleমুখ্যমন্ত্রীর বাড়িতে রোনাল্ডিনহো: উত্তরীয় দিয়ে বরণ মমতার, জার্সি উপহার ফুটবল তারকার