প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে রাস্তা, পুজো উদ্বোধনে ঘোষণা মমতার

বেশ কয়েক বছর হল প্রয়াত হয়েছেন প্রাক্তন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়(Subrata Mukharjee)। তবে আজও তাঁকে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্মরণে এবার শহরের এক রাস্তা বা সরণির নামকরণ করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার বিকেলে ভার্চুয়ালি একডালিয়া এভারগ্রিনের দুর্গাপুজো উদ্বোধনের সময় একথা ঘোষণা করেন তিনি।

 

এদিন সুব্রত মুখোপাধ্যায়ের কথা স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুব্রতদা আপনি যেখানেই থাকুন, আমাদের আওয়াজ ঠিক আপনার কাছে পৌঁছচ্ছে। আপনি আবার আমাদের মধ্যে জন্মগ্রহণ করুন। আমাদের মধ্যে ফিরে আসুন। সুব্রতদার মুখটা দেখলে কষ্ট হয়। হাসিমুখটা খুব মিস করি। প্রত্যেকবার বলত কিরে আমায় কবে সময় দিবি? কীভাবে লোকটা এত তাড়াতাড়ি চলে গেল! প্রত্যেকবার মায়ের সামনে আমায় শাড়ি দিত। একডালিয়া তাঁর জীবন ছিল। আমায় দেখলেই মায়ের মন্ত্র বলতে বলতেন।”

সোমবার একডালিয়ার উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন সুব্রতবাবুর স্ত্রী ছন্দবাণী দেবী। তিনিই এবার পুজোর প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “আমি যাব বৌদি। আমার পায়ে চোট আছে। ভাল হলেই যাব। আগামী দিনে সুব্রত মুখোপাধ্যায়ের নামে একটি রাস্তা বানিয়ে দেওয়া হবে।”

Previous articleপথ চলা শুরু দেশের প্রথম সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’
Next articleকেমন আছেন শাকিব, খেলবেন ভারতের বিরুদ্ধে? মুখ খুললেন বাংলাদেশের টিম ডিরেক্টর