Monday, November 10, 2025

ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে মুখ্যমন্ত্রী, ১৯৭ কোটি টাকা অনুমোদন দিল রাজ্য সরকার

Date:

বৃষ্টি কম হওয়ায় বিপন্ন কৃষকদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১৯৭ কোটি টাকা অনুমোদন দিল রাজ্য সরকার। নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee বলেন, “যারা বৃষ্টিপাতের ঘাটতির কারণে ধান বপন করতে পারেননি সেই ২.৪৬ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১৯৭ কোটি টাকা আমরা অনুমোদন করছি। বাংলা শস্য বিমা (BSB) এর অধীন এই টাকা অনুমোদন করা হয়। যা একটি সম্পূর্ণ রাজ্য সরকারের ফসল বিমা প্রকল্প এবং আমরা পুরো প্রিমিয়াম দিই। কৃষকদের কিছু দিতে হবে না।

২০১৯ সালে স্কিমটি পরিদর্শন করার পর থেকে, আমরা ৮৫ লক্ষ কৃষককে ২৪০০ কোটি টাকার বেশি টাকা দিয়েছি।“

বরাবরই বাংলার কৃষকদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁরই উদ্যোগে রাজ্যে চালু হয়েছে কৃষকবন্ধু ক্রেডিট কার্ড। এবার বাংলা শস্য বিমার অধীন ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য বাংলার মুখ্যমন্ত্রীর। বাংলার চাষীদের শস্য চাষ করে যাতে ক্ষতির মুখে পড়তে না হয়, তার জন্য বাংলা শস্য বিমা প্রকল্প শুরু করে রাজ্য সরকার। বিমার আওতায় মূলত বাংলার দরিদ্র কৃষকদের সহায়তা করাই সরকারের মূল উদ্দেশ্য। এই প্রকল্পে ফসল নথিভুক্ত করিয়ে রাখলে কোনও কারণে ফসল নষ্ট হলে সেই টাকা দেয় রাজ্য সরকার। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবই এবং ফসল রোপণের শংসাপত্র নিয়ে আবেদন করলেই নথিভুক্ত করা যাবে বিমায়। শস্য বিমার নিয়ম অনুযায়ী, আপনার ৭৫% ফসল নষ্ট হয়ে থাকে তবে একজন কৃষক সর্বাধিক ২৫% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা ৭৫% ফসল নষ্ট হলে ৫০% পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version