Tuesday, November 4, 2025

অবশেষে মন্ত্রী-বিধায়কদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত ২টি বিলে স্বাক্ষর রাজ্যপালের

Date:

মন্ত্রী-বিধায়কদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলে শেষ পর্যন্ত অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। টালবাহানার পর রাজ্য সরকারের আনা বিলে সোমবার রাতে সম্মতি দিতে বাধ্য হলেন রাজ্যপাল। শুধুমাত্র তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তা জানিয়েও দিয়েছেন তিনি।বিলটি পাশ করানোর জন্য রাজ্য সরকার সোমবার একদিনের বিশেষ অধিবেশন ডেকেছিল। কিন্তু বিলটি বিধানসভায় পেশ করা হলেও তখন অনুমোদন না মেলায় ওইদিন বিলটি পাস করানো সম্ভব হয়নি।কারণ, রাজ্যপালের সম্মতি ছাড়া তা পাশ করানো সম্ভব ছিল না।

প্রসঙ্গত, মন্ত্রী ও বিধায়কদের ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল সোমবার বিধানসভায় আনতে চেয়েছিল সরকার। বিল ছিল দুটি। একটি ‘ওয়েস্ট বেঙ্গল স্যালারিস অ্যান্ড অ্যালাউন্স অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩’,  অন্যটি হল ‘দ্য বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩’। যেহেতু দুটি বিলে আর্থিক দায়বদ্ধতা রয়েছে, তাই রাজ্যপালের অনুমোদন নেওয়াটা আবশ্যিক। সেই মতো গত সপ্তাহে বিল সংক্রান্ত বিষয়ে রাজ্যের পরিষদীয় দফতর থেকে ফাইল যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে।

সরকার পক্ষ আশা করেছিল, রাজ্যপাল বিল নিয়ে আলোচনার উপর ছাড়পত্র দেবেন।কিন্তু সোমবার সকাল পর্যন্ত রাজভবন থেকে কোনও বার্তা আসেনি। ফলে নির্ধারিত সূচি মেনে সোমবার বেলা ১২টায় বিধানসভার অধিবেশন বসে। বিলটির বিষয়ে বিধায়কদের জানানো হয়। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, প্রাক্তন বিধায়ক দ্বিজেন্দ্রনাথ রায়ের মৃত্যুর কারণে শোকপ্রস্তাব পাঠ করে বিধানসভা মুলতবি করে দেওয়া হচ্ছে। পরবর্তী অধিবেশন বসবে ৪ ডিসেম্বর।আজ অনুমোদন মেলায় আগামী ৪ ডিসেম্বর ফের বিলটি বিধানসভায় পাশ করানোর জন্য পেশ করা হবে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version