Saturday, May 3, 2025

১০০ দিনের কাজের বকেয়ার দাবি, বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লো.গান তুফানগঞ্জে

Date:

বিজেপির বঞ্চনার বিরুদ্ধে এবার গর্জে উঠেছে বাংলার মানুুষ। নিজেদের প্রাপ্য আদায়ে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, গো- ব্যাক স্লোগান তুফানগঞ্জে। মঙ্গলবার একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতী রাভার গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন এলাকার স্থানীয় বাসিন্দা ও তৃণমূলের কর্মীরা৷ বিজেপি বিধায়ককে ঘিরে হয় গো-ব্যাক স্লোগান। বকেয়া মেটানোর দাবিতে মালতী রাভার গাড়ির সামনে অবস্থানে বসে পড়েন মহিলারা। বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি বিধায়ক মালতী রাভা এলাকায় গেলে তাঁকে ঘিরে বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনা হয় তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের মহিষকুচি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজার এলাকায়। পরে বক্সিরহাট থানার পুলিশ এলাকায় যায়৷ জানা গিয়েছে, তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত বিজেপির চার নম্বর মণ্ডলের উদ্যোগে সশক্তিকরণ কর্মসূচিতে যোগ দিতে এদিন সন্ধ্যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজায় এলাকায় আসেন বিজেপি বিধায়ক মালতী রাভা। দলীয় কর্মসূচি শেষ করে বিধায়ক গাড়িতে চেপে কোচবিহারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক সেসময় একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা৷ মালতী রাভাকে ঘিরে চলে গো-ব্যাক স্লোগান। বিধায়ক ও পরে তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তৃণমূল কংগ্রেসের যুব নেতা মহেশ বর্মন জানান, তাঁরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একশো দিনের কাজের টাকার দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন৷

আরও পড়ুন- পুজোর মুখে বড়সড় রদবদল! একসঙ্গে ১৫৮ জন আধিকারিককে বদলি করল নবান্ন

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version