Sunday, May 4, 2025

১০০ দিনের কাজের বকেয়ার দাবি, বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লো.গান তুফানগঞ্জে

Date:

বিজেপির বঞ্চনার বিরুদ্ধে এবার গর্জে উঠেছে বাংলার মানুুষ। নিজেদের প্রাপ্য আদায়ে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, গো- ব্যাক স্লোগান তুফানগঞ্জে। মঙ্গলবার একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতী রাভার গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন এলাকার স্থানীয় বাসিন্দা ও তৃণমূলের কর্মীরা৷ বিজেপি বিধায়ককে ঘিরে হয় গো-ব্যাক স্লোগান। বকেয়া মেটানোর দাবিতে মালতী রাভার গাড়ির সামনে অবস্থানে বসে পড়েন মহিলারা। বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি বিধায়ক মালতী রাভা এলাকায় গেলে তাঁকে ঘিরে বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনা হয় তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের মহিষকুচি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজার এলাকায়। পরে বক্সিরহাট থানার পুলিশ এলাকায় যায়৷ জানা গিয়েছে, তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত বিজেপির চার নম্বর মণ্ডলের উদ্যোগে সশক্তিকরণ কর্মসূচিতে যোগ দিতে এদিন সন্ধ্যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজায় এলাকায় আসেন বিজেপি বিধায়ক মালতী রাভা। দলীয় কর্মসূচি শেষ করে বিধায়ক গাড়িতে চেপে কোচবিহারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক সেসময় একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা৷ মালতী রাভাকে ঘিরে চলে গো-ব্যাক স্লোগান। বিধায়ক ও পরে তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তৃণমূল কংগ্রেসের যুব নেতা মহেশ বর্মন জানান, তাঁরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একশো দিনের কাজের টাকার দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন৷

আরও পড়ুন- পুজোর মুখে বড়সড় রদবদল! একসঙ্গে ১৫৮ জন আধিকারিককে বদলি করল নবান্ন

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version