Sunday, August 24, 2025

পুজোর মুখে বড়সড় রদবদল! একসঙ্গে ১৫৮ জন আধিকারিককে বদলি করল নবান্ন

Date:

Share post:

পুজোর ছুটির মুখে বড়সড় রদবদল। একসঙ্গে রাজ্য প্রশাসনের ১৫৮ জন আধিকারিককে বদলি করল নবান্ন। এর মধ্যে ১২১ জন ডব্লিউবিসিএস এবং ৪০ জন আইএএস অফিসার রয়েছেন। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৩৭ জন অতিরিক্ত জেলা শাসক বা এডিএমকে বদলি করা হয়েছে । ২৬ জন মহকুমা শাসকও বদলির তালিকায় রয়েছেন। হাওড়ার অতিরিক্ত জেলা শাসক আর পুর কমিশনার এক সঙ্গে ছিলেন ধবল জৈন। তিনি শুধু কমিশনার থাকলেন। ৩৭ জন অতিরিক্ত জেলাশাসকের মধ্যে ১৩ জন বদলি হয়েছে যুগ্ম সচিব পদে। ১৪ জন অতিরিক্ত জেলা শাসক পদে দায়িত্ব পেয়েছেন। অফিসার অন স্পেশ্যাল ডিউটি পদে কর্মরত ছিলেন ১০ জন আইএএস অফিসার। তাঁদের এসডিও পদে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে ওই সব আধিকারিকদের একই পদে কার্যকালের মেয়াদ তিন বছর পার হয়ে গিয়েছে। তাওই নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এই রদবদল প্রয়োজন ছিল। তা না হলে জাতীয় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোটের কাজে তাঁদের কাজে লাগানো যেত না।

কিছুদিন আগে ১২টি জেলার জেলাশাসক ছাড়াও জেলা পুলিশ প্রশাসনেও বড়সড় রদবদল হয়েছিল। তাঁদেরও কার্যকালের মেয়াদ একই জায়গায় তিন বছরের বেশি হয়ে গিয়েছে। এবারের বদলি-নির্দেশিকায় ব্লক উন্নয়ন আধিকারিক, মহকুমাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন।এছাড়াও ৩৮০ জন বি ডি ও কেও বদলি করা হয়েছে।

আরও পড়ুন- উৎসবের মরশুমে রেশনে ভর্তুকিতে মিলবে ময়দা-চিনি! কারা পাবেন? জেনে নিন

পুজোর আগেই বিডিও স্তরে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। মঙ্গলবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে বিডিও এবং ডিএমডিসি –দের নিয়ে ৩৬৯ জন ডব্লিউবিসিএস রদবদলের তালিকা প্রকাশ করা হল। আগামী বছর লোকসভার নির্বাচন। তার আগে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে নভেম্বর মাসে। এই কাজ মূলত জেলাশাসক ও বিডিও–রাই করে থাকেন। এদিকে নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকরা একই পদে টানা তিন বছর বা তার বেশি থাকলে তাঁদের অন্য দায়িত্ব দেওয়াই নিয়ম। তাই এই প্রশাসনিক রদবদল বলে প্রশাসনিক সূত্রে খবর। প্রসঙ্গত, সোমবার এই একই কারনে মহকুমা শাসক ও অতিরিক্ত জেলাশাসক পদেও রদ বদল করা হয়েছে। সোমবার ২৭ জন এডিএম পদে রদবদল হয়েছে। বিভিন্ন দপ্তরের ওএসডি পদে থাকা ১০জন আইএএস–কে বিভিন্ন জেলায় মহকুমা শাসক পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

spot_img

Related articles

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...