পঞ্চমী থেকেই রাস্তায় কলকাতা পুলিশ, নজরদারিতে ৫৮টি ওয়াচ টাওয়ার!

পুজো (Durga Puja) উপলক্ষ্যে ভিড় নিয়ন্ত্রণে প্রস্তুত কলকাতা পুলিশ (Kolkata Police)। পঞ্চমী থেকেই রাস্তায় নামছেন ডেপুটি কমিশনার থেকে শুরু করে ইন্সপেক্টর, কনস্টেবলরা। লালবাজারের তরফে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার (পঞ্চমী) থেকে সোমবার (নবমী) পর্যন্ত প্রতিদিন প্রায় ১৪ হাজার পুলিশ মোতায়েন থাকবে। নজরদারিতে ডেপুটি কমিশনার পদমর্যাদার ১৮ জন থাকবেন। সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের ৮২ জন এবং ইন্সপেক্টর পদমর্যাদার ২৩০ জন থাকছেন বলে খবর।

উৎসবের মরশুমে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কথা মাথায় রেখে আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ (KP)। শহরের বেশিরভাগ পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় মহালয়া থেকেই মানুষের ভিড় বাড়ছে। গতকাল অর্থাৎ দ্বিতীয়া পর্যন্ত প্রায় ২ লক্ষ মানুষের রেকর্ড ভিড়, পুজোয় বাঙালির উন্মাদনার ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে কোনও রকমে ঝুঁকি নিতে নারাজ লালবাজার। নজরদারিতে ৫৮ টি ওয়াচ টাওয়ার থাকছে বলে কলকাতা পুলিশ (KP) সূত্রে খবর। সঙ্গে ১৬ টি কুইক রেসপন্স টিম ও ৩০ টি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হচ্ছে।

Previous articleDumdum: তৃতীয়ার সকালে দুর্ঘ.টনা, আ.গুনে ভস্মী.ভূত পুজো মণ্ডপ!
Next articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে