Wednesday, November 5, 2025

পুজোর শুরুতেই ফ্যানেদের দুঃ.সংবাদ দিলেন অভিনেতা অনির্বাণ!

Date:

পুজো মানেই টলিউডের (Tollywood)এক ঝাঁক বাংলা সিনেমার মুক্তি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এই বছরের পুজোর অন্যতম আকর্ষণ সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), যীশু সেনগুপ্ত অভিনীত ‘দশম অবতার’ (Dawshom Awbotaar)। এই ছবি ঘিরে আগ্রহের পাশাপাশি অনির্বাণ – সোহিনী জুটির ব্যোমকেশ সত্যবতী রূপে কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। আগামী ১৯ অক্টোবর ও টি টি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে ‘দুর্গরহস্য’। কিন্তু পুজোর মুখে দুঃসংবাদ দিলেন অনির্বাণ(Anirban Bhattacharya)। আর ব্যোমকেশ করবেন না অভিনেতা? ঘোষণা সামনে আসতেই মন ভাঙল অনুরাগীদের।

টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্যতম গুণী অভিনেতার নাম অনির্বাণ ভট্টাচার্য। যত দিন যাচ্ছে তাঁর অনুরাগীর সংখ্যা বেড়েই চলেছে। তাঁর অভিনয়ের ম্যানারিজম থেকে শুরু করে ডায়লগ ডেলিভারির স্টাইল মুগ্ধ করে দর্শকদের। বিগত বেশ কিছু সিজন ধরে ওটিটি প্লাটফর্মে অনির্বাণকেই সত্যান্বেষীর চরিত্রে দেখেছেন দর্শক। তবে এবার ছন্দপতন। অনির্বাণ জানিয়ে দিলেন তিনি আর ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করবেন না। বুধবার দুর্গরহস্যের প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার (Sohini Sarkar)। সেই মঞ্চ থেকেই ব্যোমকেশকে বিদায় জানাবার ঘোষণা করলেন অভিনেতা।কিন্তু কেন এমন সিদ্ধান্ত? অভিনেতার অকপট স্বীকারোক্তি, “আমার সীমাবদ্ধতায় ব্যোমকেশ হয়ে যা যা কিছু দর্শকের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, আমার মনে হয় তা আমি করেছি। আমার ভান্ডার শেষ।”

অনির্বাণ বলেন, ‘দুর্গরহস্য’তে অভিনয় করার সময় তিনি নিজের কিছু সীমাবদ্ধতাকে উপলব্ধি করেছেন। ব্যোমকেশ চরিত্রটার জন্য তাঁর নিজের ভেতর থেকে আর নতুন কিছু আবিষ্কার করা সম্ভব নয় বলেই মনে করছেন তিনি। অনির্বাণ বলছেন, এই মুহূর্তে এমন এক অভিনেতাকে দরকার যিনি সত্যান্বেষীর অচেনা দিক দর্শকের সামনে তুলে আনতে পারবেন। তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পরিচালক।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version