ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে আয়োজক ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, অভিযোগের মূল কারণ গত ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের সময় নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পরিবেশ।
গত ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হয়েছিল চলতি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচে উপস্থিত ছিলেন পিসিবি প্রধান জাকা আশরফ। দলের পারফরম্যান্সে অত্যন্ত হতাশ তিনি। তবু প্রতিযোগিতার মাঝে বাবরদের মনোবল ঠিক রাখতে রোহিত শর্মাদের বিরুদ্ধে হারকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না তিনি। তবে ম্যাচের কয়েকটি ব্যাপারে আইসিসির দ্বারস্থ হলেন পিসিবি প্রধান। সোমবার দেশে ফিরে ভারত সফরের অভিজ্ঞতা নিয়ে পিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন আশরফ।
এই নিয়ে পিসিবির এক কর্তা বলেন,”একাধিক ব্যাপারে অসন্তুষ্ট পিসিবি চেয়ারম্যান। ভারতের বিরুদ্ধে ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন তিনি। বেশ কিছু বিষয় তাঁর চোখে পড়েছে। সব মিলিয়ে তিনি বেশ অসন্তুষ্ট। তাঁর সঙ্গে ভারতের ক্রিকেট কর্তাদের ব্যবহারও যথাযছ ছিল না।”
পিসিবির অভিযোগ, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শকদের আচরণ গ্রহণযোগ্য ছিল না। পাকিস্তানের ক্রিকেটারদের নানা ভাবে বিদ্রুপ করা হয়েছে। বাবরের জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি করা হয়েছিল। টসের সময়ও পাক অধিনায়ককে বিদ্রুপ করে আহমেদাবাদের গ্যালারি। এমনটাই অভিযোগ আনা হয় পিসিবির পক্ষ থেকে।
আরও পড়ুন:ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত খেলা আফগান ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি, কিন্তু কেন?