Thursday, August 21, 2025

রেশন বন্টন মামলায় আন্তর্জাতিক যোগ? গ্রে.ফতার হওয়ার আগের দিনই দুবাই পালাতে চেয়েছিলেন বাকিবুর!

Date:

রেশন বন্টন মামলা নিয়ে তদন্ত যত এগোচ্ছে ততই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) হাতে। গ্রেফতার হওয়ার আগের দিন ব্যবসায়ী বাকিবুর রহমান (Bakibur Rahman) দেশ ছেড়ে দুবাই (Dubai) পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে খবর। যত দিন যাচ্ছে বাকিবুরের একের পর এক সম্পত্তির হদিশ মিলছে। যা দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। এবার বাকিবুরের জোড়া ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেল দুবাইতে। যার দাম ৮ থেকে ১০ কোটি টাকা বলে তদন্তকারীদের ধারণা।

এর আগে বাকিবুরের তিনটি রাইস মিল, দুটি ফ্লাওয়ার মিল, একাধিক হোটেল ও পানশালা, মার্সিডিজ বেঞ্জ, পোর্শের মত বিলাসবহুল গাড়ি-সহ বহু সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। তাঁর হোটেল রয়েছে বেঙ্গালুরুতেও। এই বিপুল সম্পত্তির মালিক কীভাবে হয়েছেন বাকিবুর তা নিয়ে তদন্ত চলছে। আর বেগতিক বুঝে দুবাইতে যে জোড়া ফ্ল্যাট রয়েছে বাকিবুরের, সেখানেই কী তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন গ্রেফতার হওয়ার আগের দিনই সপরিবারে দুবাই পালাতে চেয়েছিলেন বাকিবুর।

রাজ্যে কোভিড পরিস্থিতিতে বেশ কিছু জায়গায় রেশন বণ্টন নিয়ে অভিযোগ ওঠে। বিপুল টাকা তছরুপের অভিযোগ ওঠে। এরপর গত বছরের এপ্রিলে এ বিষয়ে অভিযোগ দায়ের করে তদন্তে নামে ইডি। আর সেই মামলাতেই গত সপ্তাহে ভোরবেলা থেকে কলকাতা, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার বারোটি জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। কৈখালিতে বাকিবুরের বিলাসবহুল ফ্ল্যাটেও শুরু হয় তল্লাশি অভিযান। এছাড়া বাকিবুরের ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চলে। সেই সঙ্গে চলে জিজ্ঞাসাবাদ। এরপর শুক্রবার ভোর রাতে ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর বাকিবুরকে গ্রেফতার করে ইডি। আদালতের নির্দেশে তাঁকে বারো দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে ইডি। এরপরই তাঁকে জেরা করে নানা তথ্য ও একের পর এক সম্পত্তির খোঁজ মিলতে থাকে।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version