সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন খুনে ৫ অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করল আদালত

২০০৮ সালে সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন(Soumya Viswanatha) খুনের মামলায় ৫ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল দিল্লি আদালত। মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট অনুসারে, দিল্লির আদালত(Delhi Court) অভিযুক্তদের খুনের পাশাপাশি লুঠপাটের জন্যও দোষী সাব্যস্ত করা হয়েছে। রবি কাপুর, অমিত শুক্লা, বালজিৎ মল্লিক এবং অক্ষয় কুমারকে হত্যা এবং লুঠপাটের মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, একই সঙ্গে অজয়​শেঠিকে অন্যদের সাহায্য করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০০৮ সালের ৩০ নভেম্বর দিল্লির বসন্ত বিহারে খুন হয়েছিলেন সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন। গাড়ির ভেতর তাঁর দেহ উদ্ধার হয়েছিল। সৌম্যার মাথায় আঘাতের চিহ্ন ছিল স্পষ্ট। সৌম্যার মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল দিল্লি। ২০০৮ সালের হত্যা মামলায় ৫ অভিযুক্ত দোষী সাব্যস্ত হল ২০২৩ সালে। বুধবার আদালতের রায় ঘোষণার পর সৌম্যার মা জানান, তিনি দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড চান।

Previous articleপুজোর মুখেই হাওড়া স্টেশনে উদ্ধার বিপুল নগদ, ধৃ*ত ২
Next articleপাড়ার পুজোয় পরিবেশ র*ক্ষার বিশেষ বার্তা মহারাজের!