পুজোর ঠিক মুখেই হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। জানা গিয়েছে, হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৮ নম্বর প্লাটফর্মে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছে। যা চোখ এড়ায়নি আরপিএফের।
সূত্রের খবর, দু’জনের পিঠেই ছিল কালো রঙের ব্যাগ। কর্তব্যরত আরপিএফ জওয়ানরা ব্যাগে তল্লাশি চালাতেই প্রায় ৩৩ লক্ষ টাকা উদ্ধার হয়। ধৃত দুই ব্যক্তির নাম সুরেন্দ্রপ্রসাদ লাহারাকা এবং মুকেশ মন্ডল। একজনের বাড়ি বিহারের লক্ষীসরাই এবং অন্য জনের বাড়ি জামালপুরে।
এই বিপুল পরিমাণ নগদ টাকা তারা কোথায় নিয়ে যাচ্ছিল সে সম্পর্কে কোনও সদুত্তর তারা দিতে পারেনি। বাজেয়াপ্ত টাকা তুলে দেওয়া হয় ইনকাম ট্যাক্স আধিকারিকদের হাতে।
উল্লেখ্য, এর আগেও বিপুল নগদ টাকা উদ্ধার হাওড়া স্টেশন থেকে। কয়েক সপ্তাহ আগেই হাওড়া থেকে উদ্ধার হয় ৫০ লাখ টাকা। ওই ঘটনায় প্রহ্লাদ রাম জাখর নামে এক বক্তিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি রাজস্থানের বিকানের শহরে।